সুখবর: দীপাবলির আগে মিলবে PF-এর সুদের টাকা, চেক করে নিন ব্যালেন্স

Last Updated:

কী ভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ?

#নয়াদিল্লি: দীপাবলির আগে প্রভিডেন্ট ফান্ডের (PF) সাবস্ক্রাইবার্সদের EPFO এর তরফে ভাল খবর আসতে শুরু করেছে ৷ EPFO আর্থিক বছর ২০২০-২১ পিএফ-এর সুদের টাকা সাবস্ক্রাইবার্সদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে শুরু করে দিয়েছে ৷ দেশের প্রায় ৬.৫ কোটি সাবস্ক্রাইবার্সদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে ৷ সমস্ত পিএফ অ্যাকাউন্ট হোল্ডার তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে শুরু করে দিয়েছে ৷
এখনও পর্যন্ত অনেকেরই অ্যাকাউন্টে সুদের টাকা ক্রেডিট হয়নি ৷ তবে অনুমান করা হচ্ছে শীঘ্রই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে ৷ সুদের টাকা জোন হিসেবে ক্রেডিট হওয়ার কারণে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকতে সময় লাগছে ৷
advertisement
কত সুদ মিলবে ?
জল্পনা অনুযায়ী, সরকার আর্থিক বছর ২০২০-২১ এর জন্য পিএফ-এ ৮.৫ শতাংশ হিসেবে সুদ দেওয়ার প্রস্তাবে সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে ৷ লেবর মন্ত্রক এই সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছে ৷ EPFO সাবস্ক্রাইবার্সদের অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ হিসেবে সুদ ক্রেডিট করা হবে ৷
advertisement
SMS এর মাধ্যমে এই ভাবে চেক করুন ব্যালেন্স - (Check PF Balance)
আপনার ইউএএন নম্বর ইপিএফও -র কাছে রেজিস্টার করা থাকলে আপনার লেটেস্ট কন্ট্রিবিউশন ও পিএফ ব্যালেন্স একটি মেসেজের মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ এর জন্য EPFOHO UAN ENG লিখে 7738299899 নম্বরে পাঠাতে হবে ৷ শেষের তিনটি শব্দ অর্থাৎ ENG মানে আপনি কোনও ভাষায় তথ্য জানতে চাইছেন ৷ হিন্দিতে জানতে চাইলে আপনাকে EPFOHO UAN HIN লিখে মেসেজ পাঠাতে হয় ৷ এই পরিষেবা পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম ও বাংলা ভাষায় পাওয়া যাবে ৷ তবে এসএমএস আপনাকে ইউএএন-এর সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বর থেকেই পাঠাতে হবে ৷
advertisement
মিসড কলের মাধ্যমে চেক করতে পারবেন ব্যালেন্স
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কলে দিলে ইপিএফও-র তরফে একটি মেসেজ পাঠানো হবে যাতে পিএফ অ্যাকাউন্টের সমস্ত ডিটেল দেওয়া থাকবে ৷ এর জন্য ইউএএন-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা জরুরি ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর: দীপাবলির আগে মিলবে PF-এর সুদের টাকা, চেক করে নিন ব্যালেন্স
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement