TNPSC Recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
প্রার্থীদের আগামী ১৯ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
#চেন্নাই: তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের (Tamil Nadu Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কম্বাইন্ড স্ট্যাটিসটিক্যাল সাবঅর্ডিনেট সার্ভিস পরীক্ষার (Combined Statistical Subordinate Service Examination) কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে tnpsc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
TNPSC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৯ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
TNPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
কমিশনের তরফে মোট ১৯৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
TNPSC Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
কম্পিউটার কাম ভ্যাকসিন স্টোর কিপার: ৩০টি পদ
ব্লক হেলথ স্ট্যাটিসটিসিয়ান: ১৬১টি পদ
স্ট্যাটিসটিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন (TNPSC)
advertisement
পদের নাম: কম্পিউটার কাম ভ্যাকসিন স্টোর কিপার, ব্লক হেলথ স্ট্যাটিসটিসিয়ান, স্ট্যাটিসটিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা: ১৯৩
কাজের স্থান: তামিলনাড়ু
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: নির্দিষ্ট কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৯.১১.২০২১
advertisement
TNPSC Recruitment 2021: আবেদনের যোগ্যতা
প্রার্থীরা সরাসরি এই লিঙ্কটিতে https://www.tnpsc.gov.in/Document/english/16_2021_CSSE_ENG.pdf গিয়ে আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারেন।
TNPSC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একটি মেরিট লিস্ট কমিশন প্রকাশ করবে। এর পর ডকুমেন্ট ভেরিফিকেশন ও অন্যান্য বিষয়ে ভেরিফিকেশনের পর প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। সব শেষে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের ছাড়পত্র দেওয়া হবে।
advertisement
TNPSC Recruitment 2021: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের রেজিস্ট্রেশন ফি ও পরীক্ষার ফি বাবদ যথাক্রমে ১৫০ টাকা ও ১০০ টাকা দিতে হবে। প্রার্থীরা একবার রেজিস্ট্রেশন করলে তা আগামী পাঁচ বছরের জন্য সচল থাকবে। প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গেই যাবতীয় ফি জমা করাতে হবে।
Location :
First Published :
October 22, 2021 11:57 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
TNPSC Recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?