কৃষকদের জন্য বড় সুখবর! এই যোজনায় পেয়ে যাবেন ৪০,০০০ টাকার সুবিধা

Last Updated:

কোন কোন ফসলকে এই যোজনায় সামিল করা হয়েছে ?

#নয়াদিল্লি: বাগানজাত ফসল চাষ করে থাকেন যে কৃষকরা তাঁদের জন্য রয়েছে বড় সুখবর ৷ হরিয়ানা সরকার Mukhyamantri Bagwani Bima Yojana অনুযায়ী, এই কৃষকদের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী এইচএল খট্টরের নেতৃত্বে হরিয়ানা মন্ত্রীসভার বুধবার হওয়া বৈঠকে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, মন্ত্রিসভা এই যোজনা বাস্তবায়ন করার অনুমোদন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে ৷
ফসল নষ্ট হলে মিলবে আর্থিক সহায়তা
প্রাকৃতিক বিপর্যয় বা প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময়ই ফসল নষ্ট হয়ে যায় ৷ এর জেরে কৃষকদের বিপুল টাকার লোকসান হয়ে থাকে ৷ ফসলে রোগ, অসময়ে বৃষ্টি, ঝড়, খরা এবং তাপমাত্রা বৃদ্ধির মতো দুর্যোগের কারণে অনকে টাকার লোকসান হয়ে যায় কৃষকদের ৷
advertisement
advertisement
কোন কোন ফসলকে এই যোজনায় সামিল করা হয়েছে ?
মোট ২১টি সবজি, ফল ও মশলার ফসলকে এই যোজনায় সুরক্ষা কভার প্রদান করা হবে ৷
মিলবে ৪০,০০০ টাকার বিমা
বিমা যোজনা অনুযায়ী, কৃষকদের সবজি ও মশালার ফসলের জন্য ৭৫০ টাকা ও ফলের জন্য ১০০০ টাকা জমা করতে হবে ৷ এর বদলে কৃষকদের সবজির জন্য ৩০,০০০ টাকা এবং ফলের জন্য ৪০,০০০ টাকার বিমা সুরক্ষা দেওয়া হবে ৷
advertisement
বিমার টাকা দেওয়ার জন্য একটি সার্ভে করা হবে ৷ এখানে ফসলের লোকসান ৪টি শ্রেণিতে ভাগ করা হবে -২৫ শতাংশ, ৫০ শতাংশ, ৭৫ শতাংশ ও ১০০ শতাংশ ৷ যোজনা রাজ্যজুড়ে লাগু করা হবে ৷ কৃষকরা চাইলে এই যোজনা করাতে পারবেন ৷ এটা বাধ্যতামূলক নয় ৷
কীভাবে করবেন রেজিস্ট্রেশন ?
এর জন্য কৃষকদের মেরি ফসল মেরা ব্যুরো পোর্টালে নথিভুক্ত করতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কৃষকদের জন্য বড় সুখবর! এই যোজনায় পেয়ে যাবেন ৪০,০০০ টাকার সুবিধা
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement