Gold Silver Price: দুশ্চিন্তার অপর নাম যেন সোনা, ফের বাড়ল দাম! রুপোর দামই বা কত হল?

Last Updated:

Gold Silver Price: আজ ফের সোনার দাম চড়চড়িয়ে বাড়ল৷ বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে ৷

ফের বাড়ল সোনার দাম
ফের বাড়ল সোনার দাম
#নয়াদিল্লি: ভারতীয়দের জনসমাজে বিনিয়োগের কথা উঠলে সবার আগে মাথায় আসে সাবেকি সেই সোনা আর রুপোর প্রসঙ্গই। অবশ্য, সব দিক খতিয়ে দেখলে তার কারণও নেহাত ফেলনা নয়। এই দুই মূল্যবান ধাতুতে বিনিয়োগ সচরাচর কাউকে বিমুখ করে না। কেন না, বেশ কয়েক দশকের ইতিহাস, দুই-এক বিক্ষিপ্ত প্রসঙ্গ বাদ দিলে, স্পষ্টতই প্রমাণ তুলে ধরে যে সোনার দাম তো বটেই বিশেষ করে, এমনকী রুপোর দামও বেশির ভাগ সময় থেকেছে চড়ার দিকেই। ফলে, যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রেখে চিন্তা-ভাবনা করা দরকার। কেন না, এই দুই মূল্যবান ধাতুর দাম প্রতি দিনই বদলে বদলে যায়, কখনও তা বাড়ে, কখনও বা আবার কমে।
আজ ফের সোনার দাম চড়চড়িয়ে বাড়ল৷ বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে৷ স্বাভাবিক ভাবেই এই সময় সোনার চাহিদা অনেকটাই বেশি থাকে ৷ ফলে দাম বাড়তে থাকায় ক্রেতাদের মুখের হাসি ফিকে হওয়ার জোগাড় ৷
advertisement
গত চব্বিশ ঘণ্টায় সামান্য় বাড়ল সোনার দাম। আজ, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ১০ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫৫ হাজার ৭৬০ টাকা। অন্য়দিকে ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫১ হাজার ১১০ টাকা। অন্য়দিকে আজ এক কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৭২ হাজার টাকা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Silver Price: দুশ্চিন্তার অপর নাম যেন সোনা, ফের বাড়ল দাম! রুপোর দামই বা কত হল?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement