Gold Price: সস্তায় সোনা কেনার এটাই শেষ সুযোগ, শীঘ্রই বিপুল দাম বাড়তে চলেছে গয়নার

Last Updated:

Gold Price: গোটা বিশ্বে সোনার দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হল ভারত এবং এখানে শুধুমাত্র আমদানির মাধ্যমেই সোনার চাহিদা পূরণ করা হয়।

#নয়াদিল্লি: এক ধাক্কায় সোনার আমদানি শুল্ক ৫ শতাংশ বাড়াল ভারত সরকার। আমদানি শুল্ক ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ১২.৫ শতাংশ। আমদানি শুল্ক বৃদ্ধি পাওয়ার কারণে বাড়বে সোনার দাম (Gold price)। দেশে সোনার চাহিদা কমানোর জন্য এই পদক্ষেপ করেছে সরকার, এমনটাই জানা গিয়েছে। গোটা বিশ্বে সোনার দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হল ভারত এবং এখানে শুধুমাত্র আমদানির মাধ্যমেই সোনার চাহিদা পূরণ করা হয়।
গত বছর বাজেটে সোনার আমদানি শুল্ক কমিয়ে দিয়েছিল সরকার। আগে সোনা (Gold) ও রুপোর (Silver) আমদানি শুল্ক ছিল ১২.৫ শতাংশ, যা ২০২১ সালের বাজেটে কমিয়ে করা হয় ৭.৫ শতাংশ। এখন আবার তা বাড়িয়ে করা হয়েছে ১২.৫ শতাংশ। সোনার আমদানি শুল্ক বৃদ্ধির প্রভাব আজ দেখা গিয়েছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্স (MCX)-এও। আর এমসিএক্স-এ সোনার দাম প্রায় ৩ শতাংশ বেড়ে গিয়েছে। ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫১৯০০ টাকা হয়েছে।
advertisement
advertisement
দাম বাড়তে পারে ১ হাজার টাকা
বাজার বিশেষজ্ঞদের মতে, সোনার আমদানি শুল্ক ৫ শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম বাড়তে পারে প্রায় ১০০০ টাকা। আমদানি শুল্ক বৃদ্ধির কারণে বর্তমানে স্বর্ণ ব্যবসায়ীরাও কম সোনা আমদানি করবেন বলে অনুমান করা হচ্ছে। এখন বিয়ে কিংবা উৎসবের মরসুম নয়। তাই দেশীয় বাজারে সোনার চাহিদা আপাতত কম থাকতে পারে। সোনার চাহিদা বাড়তে শুরু করে অগাস্ট মাস থেকে।
advertisement
ভারতের সোনা আমদানির পরিসংখ্যান
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুসারে, ২০২১ সালে মোট ১০৫০ টন সোনা আমদানি করা হয় ভারতে। এর জন্য ভারত খরচ করেছে প্রায় ৫৫.৭ বিলিয়ন ডলার অর্থাৎ ৪১৪১.৩৬ বিলিয়ন টাকা। আবার ২০২০ সালে ৪৩০ টন সোনা আমদানি করা হয়, যার জন্য ভারত খরচ করেছিল ২৩ বিলিয়ন ডলার অর্থাৎ ১৭১০ বিলিয়ন টাকা।
advertisement
কেন বাড়ানো হল আমদানি শুল্ক?
সোনার আমদানি বেশি হওয়ায় ভারতীয় মুদ্রার দামের পতন ঘটছে। চলতি সপ্তাহের শুরুতে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে ভারতীয় মুদ্রা। আমদানি বৃদ্ধি পাওয়ায় কারেন্ট অ্যাকাউন্টের ঘাটতিও বাড়ছে। আমদানি বিল বৃদ্ধির প্রভাব ফরেক্স রিজার্ভের উপরও পড়েছে এবং তা কিছুটা কমে এসেছে। সোনার চাহিদা কমানোর জন্য আমদানি শুল্ক বাড়িয়েছে সরকার, যাতে ভারতীয় মুদ্রার পতন বন্ধ করা যায়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price: সস্তায় সোনা কেনার এটাই শেষ সুযোগ, শীঘ্রই বিপুল দাম বাড়তে চলেছে গয়নার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement