SpiceJet Emergency Landing: ৫০০০ ফিট উপরে মাঝআকাশে বিমানের কেবিন ভরে গেল কালো ধোঁয়ায়, যা ঘটল দেখুন ভিডিও
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
SpiceJet Emergency Landing: ফ্লাইট থেকে পাওয়া একটি ভিডিও-তে দেখা গিয়েছে, আচমকা বিমানের কেবিন ধোঁয়ায় ভরে যায় ৷ স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷
#জব্বলপুর: ৫০০০ ফিট উচ্চতায় আচমকা বিমানে দেখা গেল প্রযুক্তিগত ক্রুটি ৷ দিল্লি থেকে জব্বলপুরগামী স্পাইসজেটের ফ্লাইট এসজি ২৯৬২-এ প্রযুক্তিগত ক্রুটির কারণে ইমারজেন্সি ল্যান্ডিং করতে হয়েছে ৷ ফ্লাইট থেকে পাওয়া একটি ভিডিও-তে দেখা গিয়েছে, আচমকা বিমানের কেবিন ধোঁয়ায় ভরে যায় ৷ স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷
এরই মধ্যে বিমানের এসি বন্ধ হয়ে যায় ৷ ফলে হাঁসফাস অবস্থা হয়ে যায় যাত্রীদের ৷ প্রায় আধ ঘণ্টা প্রাণ হাতে নিয়ে ৫০০০ ফিট উচ্চতায় বিমান ঘোরপাক খাচ্ছিল ৷ এরপর পাইলট তড়িঘড়ি বিমানটির এমারজেন্সি ল্যান্ডিং করে ৷ যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আরও একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হবে ৷
advertisement
advertisement
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত যাত্রীদের নিরাপদ অবস্থায় ল্যান্ড করা হয়েছে ৷ তবে কীভাবে এই সমস্যা হল তা এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত চলছে ৷
#WATCH | A SpiceJet aircraft operating from Delhi to Jabalpur returned safely to the Delhi airport today morning after the crew noticed smoke in the cabin while passing 5000ft; passengers safely disembarked: SpiceJet Spokesperson pic.twitter.com/R1LwAVO4Mk
— ANI (@ANI) July 2, 2022
advertisement
দু’সপ্তাহে এটা দ্বিতীয় ঘটনা যেখানে স্পাইসজেটের বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ১৯ জুন পটনা থেকে দিল্লিগামী ফ্লাইটেও এরকম ঘটনা ঘটেছিল ৷ ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার ঘটনা সামনে আসে ৷ ডিজিসিএ জানিয়েছিল পাখির সঙ্গে ধাক্কা লাগাই ইঞ্জিনে আগুন লেগে যায় ৷ ইঞ্জিনে আগুন দেখে তড়িঘড়ি বিমান ল্যান্ড করে দেওয়া হয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2022 11:58 AM IST