Go First: ৩২টি নতুন ফ্লাইট গো ফার্স্টের, এই শহরগুলিতে এবার পাওয়া যাবে ডিরেক্ট ফ্লাইট, জানুন বিশদে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Go First has introduced 32 new flights: ওয়াদিয়া গ্রুপের এয়ারলাইন সংস্থা গো ফার্স্ট এবার নিজেদের নেটওয়ার্কে যোগ করল অমৃতসর, সুরাত, দেহরাদুন এবং আইজল ৷
নয়াদিল্লি: ডোমেস্টিক বিমানযাত্রায় গো ফার্স্ট (Go First) আরও ৩২টি নতুন ফ্লাইট চালু করল ৷ ওয়াদিয়া গ্রুপের এয়ারলাইন সংস্থা এবার নিজেদের নেটওয়ার্কে যোগ করল অমৃতসর, সুরাত, দেহরাদুন এবং আইজল ৷ এই বিমানবন্দরগুলিতে দিল্লি, মুম্বই, শ্রীনগর, বেঙ্গালুরু, কলকাতা এবং গুয়াহাটির সঙ্গে কানেক্টিভিটি বাড়ানো হল (Go First has introduced 32 new flights) ৷
Go First now flies between #Aizawl and #Kolkata, #Delhi & #Guwahati. Here's a glimpse of the inaugural ceremony! pic.twitter.com/5xPNNOI3JR
— GO FIRST (@GoFirstairways) November 11, 2021
advertisement
advertisement
গো ফার্স্টের সিইও কৌশিক খোনা (Kaushik Khona) জানান, ‘‘ বিমানযাত্রীরা যাতে আরও বেশি শহরে সহজে যাতায়াত করতে পারেন ৷ এবং সংস্থার নেটওয়ার্ককে শক্তিশালী করাই আমাদের উদ্দেশ্য ৷ আমরা মনে করি এই নতুন বিমানবন্দরগুলি ডোমেস্টিক নেটওয়ার্কে যোগ হওয়ার ফলে বিভিন্ন মেট্রো ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলিতে যাতায়াত করতে আরও সুবিধা হবে যাত্রীদের ৷’’
advertisement
সুরত-বেঙ্গালুরু পর্যন্ত ডিরেক্ট ফ্লাইট পরিষেবা চালু করেছে গো ফার্স্ট ৷ প্রতিদিন একটি করে ফ্লাইট থাকবে ৷ পাশাপাশি দিল্লি এবং কলকাতা থেকে হায়দরাবাদ, বাগডোগরা, পটনা, শ্রীনগর, গুয়াহাটি, জম্মু, লখনউ এবং রাঁচির ফ্লাইটও মিলবে এবার ৷ এ ছাড়া কলকাতা-আইজল এবং দিল্লি-আইজল রুটেও বিমান চালাবে গো ফার্স্ট ৷
advertisement
Celebrations galore at the inaugural ceremony on Amritsar airport. Special thanks to Shri. @GurjeetSAujla for his presence. Go First now flies non-stop between #Amritsar and #Delhi, #Mumbai & #Srinagar. pic.twitter.com/EhKI9n4YyT
— GO FIRST (@GoFirstairways) November 11, 2021
advertisement
অমৃতসর থেকে দিল্লি পর্যন্ত তিনটি ফ্লাইট চালু করছে গো ফার্স্ট ৷ এ ছাড়া অমৃতসর-শ্রীনগর বিমানও চালাচ্ছে গো ফার্স্ট ৷ দুপুর ১২.১০ মিনিটে অমৃতসর থেকে শ্রীনগরের ফ্লাইট থাকছে ৷ সেটি শ্রীনগর পৌঁছয় দুপুর ১টায় ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 13, 2021 8:11 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Go First: ৩২টি নতুন ফ্লাইট গো ফার্স্টের, এই শহরগুলিতে এবার পাওয়া যাবে ডিরেক্ট ফ্লাইট, জানুন বিশদে