Go First Airlines: আর্থিক সঙ্কটের জেরে উড়ান বাতিল করল গো-ফার্স্ট! কিন্তু এই দেউলিয়া অবস্থার আসল কারণ ঠিক কী?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Go First Crisis Explained: নগদের অভাবের জেরে ৩ এবং ৪ মে-র উড়ান বাতিল করেছে বিমান সংস্থা। ফলে চরম বিপাকের মুখে পড়লেন যাত্রীরা।
নয়াদিল্লি: কিং ফিশার ও জেট এয়ারওয়েজের পথেই হয়তো এবার হাঁটতে চলেছে ভারতের তৃতীয় বৃহত্তম বিমান সংস্থা গো ফার্স্ট (Go First)। নগদের অভাবের জেরে ৩ এবং ৪ মে-র উড়ান বাতিল করেছে ওই বিমান সংস্থা। ফলে চরম বিপাকের মুখে পড়লেন যাত্রীরা।
মঙ্গলবার ইনসলভেন্সি ব্যাঙ্করাপ্সি কোড (আইবিসি)-এর সেকশন ১০-এর আওতায় এই সমস্যার সমাধানের জন্য ন্য়াশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি)-এর দ্বারস্থ হয়েছিল গো এয়ারলাইন্স (ইন্ডিয়া) লিমিটেড। এই দেউলিয়া অবস্থার জন্য নথি পেশ করতে হবে গো ফার্স্ট বিমান সংস্থাকে। ইতিমধ্যেই দুই দিনের জন্য বিমান বাতিল করার জেরে গো ফার্স্টের বিরুদ্ধে শো-কজ নোটিস জারি করে ডিজিসিএ।
advertisement
advertisement
কিন্তু গো ফার্স্ট এমন আর্থিক সঙ্কটের মুখে পড়ল কেন? ওই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে যে, তারা এনসিএলটি-র দ্বারস্থ হয়েছে, কারণ প্র্যাট অ্যান্ড হুইটনি ইন্টারন্যাশনাল এরো ইঞ্জিনস যে সব ইঞ্জিন সরবরাহ করেছে, সেগুলি বেশির ভাগই বিকল হয়ে যাচ্ছে। আর ধারাবাহিক ভাবে এই বিকল হয়ে যাওয়ার জেরে প্রায় ৫০ শতাংশ গো ফার্স্ট এয়ারবাস এ৩২০নিও এয়ারক্র্যাফ্ট ওড়ানো যাচ্ছে না। গো ফার্স্ট আরও জানিয়েছে যে, অপারেশনাল খরচের প্রায় ১০০ শতাংশই তাদের নিজেদের বহন করতে হচ্ছে। যার জেরে তাদের কাঁধে চেপেছে প্রায় ১০,৮০০ কোটি টাকার হারানো রাজস্ব এবং অতিরিক্ত খরচের বোঝা।
advertisement
বিগত তিন বছরে প্রায় ৩২০০ কোটি টাকা লগ্নি হয়েছে ওই বিমান সংস্থায়। এর মধ্যে প্রায় ২৪০০ কোটি টাকা ঢালা হয়েছে গত ২৪ মাসে। আর চলতি বছরের এপ্রিল মাসেই শুধুমাত্র ২৯০ কোটি টাকা লগ্নি করা হয়েছে। সূচনা কাল থেকে এখনও পর্যন্ত ওই বিমান সংস্থায় সব মিলিয়ে প্রায় ৬৫০০ কোটি টাকা লগ্নি করা হয়েছে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি ভারত সরকারের ব্যতিক্রমী এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের থেকেও তাৎপর্যপূর্ণ ভাবেই সাহায্য পেয়েছে। এই পরিস্থিতিতে গো ফার্স্টের আশা, চলতি বছরের অগাস্ট অথবা সেপ্টেম্বর মাসেই ফের পুরোপুরি ভাবে বিমান চলাচল চালু করা সম্ভব হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
May 03, 2023 2:52 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Go First Airlines: আর্থিক সঙ্কটের জেরে উড়ান বাতিল করল গো-ফার্স্ট! কিন্তু এই দেউলিয়া অবস্থার আসল কারণ ঠিক কী?