GIC-Reliance Retail deal: রিলায়েন্সে সাড়ে ৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছে সিঙ্গাপুরের লগ্নি সংস্থা

Last Updated:

এবার সিঙ্গাপুরের লগ্নিকারী সংস্থা GIC ৫,৫১২.৫ কোটি টাকা বিনিয়োগ করছে রিলায়েন্স রিটেলে৷

#মুম্বই: ভারতে বিদেশ বিনিয়োগকারীদের কাছে রিলায়েন্সই সবচেয়ে ভরসার জায়গা, তা ফের প্রমাণ হল৷ রিলায়েন্স রিটেল ও জিও প্ল্যাটফর্মে একের পর এক বিনিয়োগ৷ এবার সিঙ্গাপুরের লগ্নিকারী সংস্থা GIC ৫,৫১২.৫ কোটি টাকা বিনিয়োগ করছে রিলায়েন্স রিটেলে৷
সাম্প্রতিক সপ্তাহে এই নিয়ে ষষ্ঠ বিনিয়োগ৷ ৫,৫১২.৫ কোটি টাকা বিনিয়োগ করে রিলায়েন্স রিটেলের ১.২২ শতাংশ শেয়ার কিনছে GIC৷ যার নির্যাস, রিলায়েন্স রিটেল-এর প্রি-মানি ইক্যুইটি ভ্যালু একলাফে বেড়ে হল ৪.২৮৫ লক্ষ কোটি টাকা৷ ২ অক্টোবর মধ্যরাতে এই বিপুল অঙ্কের বিনিয়োগের কথা বিবৃতি দিয়ে জানায় মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড৷
রিলায়েন্স রিটেলে এখনও পর্যন্ত বিনিয়োগের পরিমাণ রিলায়েন্স রিটেলে এখনও পর্যন্ত বিনিয়োগের পরিমাণ
advertisement
advertisement
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, 'GIC-র গ্লোবাল নেটওয়ার্ক ও ট্র্যাক রেকর্ড অত্যন্ত সমৃদ্ধশালী৷ GIC-র সঙ্গে এই সম্পর্ক ভারতের রিটেল সেক্টরকে অন্য উচ্চতায় নিয়ে যাবে৷'
GIC-র সিইও লিম চাও কিয়াতের কথায়, 'আমাদের বিশ্বাস রিলায়েন্স রিটেল তাদের দুর্দান্ত সাপ্লাই চেন, স্টোর নেটওয়ার্ক ও শক্তিশালী লজিস্টিক এবং পরিকাঠামোর সাহায্যে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের উপকৃত করবে৷'
advertisement
রিলায়েন্স রিটেলে এই নিয়ে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াল ৩০ হাজার ৩৬০ কোটি টাকা৷ ৬.৮৭ শতাংশ শেয়ারের বিনিময়ে৷ গত পয়লা অক্টোবর আবু ধাবির সংস্থা মুবাডালা ইনভেস্টমেন্ট কোম্পানিও ঘোষণা করেছে, তারা রিলায়েন্স রিটেলে ৬,২৪৭.৫ কোটি টাকা বিনিয়োগ করবে ১.৪ শতাংশ শেয়ারের বিনিময়ে৷ সিলভার লেক, জেনারেল অ্যাটলান্টিক সহ গত ৩ সপ্তাহে ৬টি বড় বিনিয়োগ এল রিলায়েন্স রিটেলে৷ ফলে প্রি-মানি ইক্যুইটি ভ্যালু হয়ে গিয়েছে ৪.২৮৫ লক্ষ কোটি টাকা৷
advertisement
ভারতের রিটেল ব্যবসায় সবচেয়ে বড় ও দ্রুত বেড়ে চলা সংস্থা রিলায়েন্স রিটেল৷ দেশজুড়ে ১২ হাজার স্টোর৷
সিঙ্গাপুরের সংস্থা GIC বিশ্বের অন্যতম বড় গ্লোবাল ইনভেস্টমেন্ট সংস্থা৷ ১৯৮১ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এই সংস্থাটি৷ গত দু দশকের বেশি সময় ধরে ৪০টির বেশি দেশে GIC বিনিয়োগ করেছে৷ বিশ্বজুড়ে ১০টি অফিসে কর্মীসংখ্যা ১৭০০৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
GIC-Reliance Retail deal: রিলায়েন্সে সাড়ে ৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছে সিঙ্গাপুরের লগ্নি সংস্থা
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement