হলমার্ক ছাড়া সোনার গয়নার শুদ্ধতাও যাচাই করতে পারবেন, দেখে নিন কত টাকা চার্জ দিতে হবে

Last Updated:

Gold Hallmarking: কোনও ব্যক্তি নিজের কাছে থাকা সোনার গয়না (যার হলমার্ক নেই) বিক্রি করতে চাইলে এই রিপোর্ট তাদের কাজে আসবে ৷

#নয়াদিল্লি: সরকার এবার সেই সব উপভোক্তাদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে যাদের কাছে বিআইএস (Bureau of Indian Standard-BIS)-এর শুদ্ধতার সোনার গয়না নেই ৷ এবার উপভোক্তারা হলমার্ক ছাড়া গয়নার শুদ্ধতা যাচাই করতে পারবেন সহজেই ৷ তবে এর জন্য দিতে হবে একটি নির্দিষ্ট চার্জ ৷
সরকার একটি বয়ানে জানিয়েছে, উপভোক্তারা এখন BIS থেকে মান্যতা প্রাপ্ত যাচাইয়ের সুবিধা কেন্দ্র থেকে হলমার্ক (Hallmark) ছাড়া সোনার গয়নার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ সোনার চারটি গয়নার শুদ্ধতা যাচাই করার জন্য ২০০ টাকা দিতে হবে ৷ পাঁচটা বা তার বেশি গয়নার শুদ্ধতা যাচাইয়ের জন্য প্রতি ইউনিটের জন্য ৪৫ টাকা চার্জ দিতে হবে ৷
advertisement
advertisement
কোন সেন্টারে করতে পারবেন যাচাই
উপভোক্তা মামলার মন্ত্রক (The Ministry of Consumer Affairs) জানিয়েছেন, প্রয়োজনীয় হলমার্কিং সফলভাবে প্রয়োগ করা হয়েছে। এখানে প্রতিদিন তিন লক্ষ সোনার বস্তুর এইচইউআইডি (Hallmark Unique Identification)-র সঙ্গে যাচাই করা হচ্ছে ৷ বিআইএস এর তরফে এবার একজন আম উপভোক্তাকে বিআইএস-এর মান্যতা প্রাপ্ত Assaying and Hallmarking Centres-ACH থেকে বিনা হলমার্ক সোনার গয়নার শুদ্ধতা যাচাই করার অনুমতি দেওয়া হয়েছে ৷
advertisement
দরকারের সময় বিক্রি করা অনেকটাই সহজ হবে
উপভোক্তা মামলার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ACH ভিত্তিতে সাধারণ ভোক্তাদের কাছ থেকে সোনার গয়না পরীক্ষা করা উচিত। এরপর গ্রাহকদের শুদ্ধতার রিপোর্ট দিতে হবে ৷ শুদ্ধতা রিপোর্ট গ্রাহকদের তাদের জুয়েলারির শুদ্ধতার বিষয়ে আশ্বস্ত করবে ৷ কোনও ব্যক্তি নিজের কাছে থাকা সোনার গয়না (যার হলমার্ক নেই) বিক্রি করতে চাইলে এই রিপোর্ট তাদের কাজে আসবে ৷
advertisement
অ্যাপের মাধ্যমেও যাচাই করতে পারবেন শুদ্ধতা
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হলমার্ক ছাড়া সোনার গয়নার শুদ্ধতাও যাচাই করতে পারবেন, দেখে নিন কত টাকা চার্জ দিতে হবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement