এই ব্যাঙ্কে এফডি করালে মিলবে বেশি লাভ, পাবেন ৭ শতাংশ সুদ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্কের থেকে পুরো তথ্য জানার পরই ইনভেস্ট করবেন ৷ এক বছরের এফডি-তে যে ব্যাঙ্কে সবচেয়ে বেশি সুদের হার মিলছে ...
#নয়াদিল্লি: ইনভেস্টমেন্টের জন্য ফিক্সড ডিপোজিট সবচেয়ে লাভজনক ও সুরক্ষিত অপশন বলে মনে করা হয় ৷ এখানে গ্যারেন্টিড রিটার্ন পাওয়া যায় ৷ সাধারণত যে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানেই এফডি করাতে চান ৷ তবে বেশি কিছু ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট না থাকলেও এফডি খোলার সুবিধা দিয়ে থাকে ৷
ব্যাঙ্কের থেকে পুরো তথ্য জানার পরই ইনভেস্ট করবেন ৷ এক বছরের এফডি-তে যে ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদের হার মিলছে।.
বেসরকারি ব্যাঙ্ক
IndusInd ব্যাঙ্ক- ৭ শতাংশ সুদ
advertisement
ইয়েস ব্যাঙ্ক- ৭ শতাংশ সুদ
RBL ব্যাঙ্ক- ৬.৮৫ শতাংশ সুদ
DCB ব্যাঙ্ক- ৬.৫০ শতাংশ সুদ
বন্ধন ব্যাঙ্ক - ৫.৭৪ শতাংশ সুদ
বিদেশি ব্যাঙ্ক-
স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাঙ্ক- ৬.৩ শতাংশ সুদ
advertisement
DBS ব্যাঙ্ক- ৪.১৫ শতাংশ সুদ
Deutsche ব্যাঙ্ক- ৪ শতাংশ সুদ
HSBC - ৩.২৫ শতাংশ সুদ
সিটি ব্যাঙ্ক- ৩ শতাংশ সুদ
ব্যাঙ্ক বাজারের ডেটা অনুযায়ী ছোট ব্যাঙ্ক এক বছরের এফডি-তে বেশি সুদের হার দিয়ে থাকে ৷ এখানে বিদেশি ব্যাঙ্কের থেকে বেশি সুদের হার পাওয়া যায় ফিক্সড ডিপোজিটে ৷
HDFC ব্যাঙ্কের সুদের হার ৫.১৫ শতাংশ সুদ
advertisement
ICICI সুদের হার ৫.১০ শতাংশ সুদ
Axis ব্যাঙ্কের সুদের হার ৫ শতাংশ
সরকারি ব্যাঙ্ক যেমন এসবিআআই ও ব্যাঙ্ক অফ বরোদায় এফডি-তে বার্ষিক সুদের হার ৪.৯০ শতাংশ ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2020 2:39 PM IST