T20 World Cup: ১০০ টাকায় ইডেনে দেখা যাবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ! বড় চমক দিল সিএবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
T20 World Cup: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে দর্শকদের ৬০ টাকায় ম্যাচ দেখার ব্যবস্থা করে দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এবার টি-২০ বিশ্বকাপের আগে আরও বড় চমক দিল সিএবি।
advertisement
সিএবির তরফ থেকে টি-২০ বিশ্বকাপ উপলক্ষে ইডেন গার্ডেন্সে ম্যাচগুলির জন্য টিকিটের মূল্য ঘোষণা করা হয়েছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট ও সেমিফাইনাল পর্যন্ত বিভিন্ন ম্যাচের জন্য টিকিটের দাম আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। দর্শকদের বিভিন্ন শ্রেণির কথা মাথায় রেখেই এই মূল্য কাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সিএবি।
advertisement
এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের দশম আসর শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বে বাংলাদেশ বনাম ইতালি, ইংল্যান্ড বনাম ইতালি এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালির মতো ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলোর জন্য প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম রাখা হয়েছে ৪,০০০ টাকা। লোয়ার ব্লকের বিভিন্ন অংশে টিকিটের দাম ২০০ থেকে ১,০০০ টাকার মধ্যে নির্ধারিত হয়েছে, যেখানে আপার ব্লকের টিকিটের দাম সর্বনিম্ন ১০০ টাকা।
advertisement
বাংলাদেশকে ঘিরে থাকা জনপ্রিয়তা বিবেচনায় রেখে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশের ম্যাচগুলোর টিকিটের দাম তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে। এসব ম্যাচে প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ৫,০০০ টাকা। লোয়ার ও আপার ব্লকের টিকিটের দাম ৩০০ টাকা থেকে শুরু করে ১,৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
advertisement
গ্রুপ পর্বের পর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে সুপার এইট ম্যাচ এবং একটি গুরুত্বপূর্ণ সেমিফাইনাল। এই নকআউট ম্যাচগুলোর জন্য টিকিটের দাম আরও বাড়ানো হয়েছে। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০,০০০ টাকা, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। লোয়ার ব্লকের টিকিটের দাম ১,৫০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে রাখা হয়েছে।
advertisement
সিএবির এই টিকিট মূল্য কাঠামোতে সাধারণ দর্শক থেকে শুরু করে প্রিমিয়াম দর্শক—সবার জন্যই ম্যাচ উপভোগের সুযোগ রাখা হয়েছে। কম মূল্যের আপার ব্লক টিকিট সাধারণ ক্রিকেটপ্রেমীদের মাঠে আসতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, বড় ম্যাচ ও নকআউট পর্বে উচ্চমূল্যের টিকিট থেকে উল্লেখযোগ্য রাজস্ব আয়ের লক্ষ্যও নিয়েছে সংস্থাটি।








