পোস্ট অফিসের এই পলিসি থেকে মিলবে ৫০ লক্ষ টাকার সুবিধা

Last Updated:

পোস্টাল লাইফ ইনস্যুরেন্স এখন অনলাইনে করার সুবিধা রয়েছে ৷ https://pli.indiapost.gov.in ওয়েবসাইটে গিয়ে পলিসি অনলাইনে সার্চ করা যেতে পারে ৷

#নয়াদিল্লি: ভবিষ্যতের জন্য সেভিংস করার জন্য পোস্ট অফিসের স্কিম বেশ জনপ্রিয় ৷ পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে ভাল রিটার্ন পাওয়ার পাশাপাশি টাকাও সুরক্ষিত থাকে ৷ এছাড়া পাওয়া গ্যারেন্টিড রিটার্ন ৷ পোস্ট অফিস সেভিংস স্কিমের পাশাপাশি জীবন বিমার সুবিদা দিয়ে থাকে ৷ নাম পোস্টাল লাইফ ইনস্যুরেন্স (Postal Life Insurance) অর্থাৎ ডাক জীবন বিমা ৷
ডাকঘরের লাইফ ইনস্যুরেন্স দুটি ভাগে ভাগ করা হয়েছে PLI ও RPLI ৷ PLI সবচেয়ে পুরনো সরকারি বিমা পলিসি ৷ ইংরেজ শাসনের অধীনে ১ ফেব্রুয়ারি ১৮৮৪ শুরু করা হয়েছিল ৷ PLI স্কিমে ৬টি পলিসি রয়েছে ৷ এর মধ্যে একটি পুরো লাইফ ইনস্যুরেন্স (whole life insurance policy) পলিসি রয়েছে ৷ এই পলিসিতে ন্যূনতম সাম অ্যাসিউর্ড ২০,০০০ টাকা ও সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা ৷ পলিসির ৪ বছর হওয়ার পর লোন নেওয়া যেতে পারে ৷ ৩ বছর পর পলিসি সারেন্ডারও করতে পারবেন ৷
advertisement
হোল লাইফ ইনস্যুরেন্স পলিসিতে বোনাসের পাশাপাশি অ্যাসিউর্ড অ্যামাউন্ট পলিসি হোল্ডার ৮০ বছর বয়স হওয়ার পর পাবেন ৷ তার আগে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি টাকাটা পাবেন ৷ এই পলিসি করানোর জন্য ন্যূনতম ১৯ বছর বয়স হতে হবে, অধিকতম ৫৫ বছর ৷
advertisement
পোস্টাল লাইফ ইনস্যুরেন্স এখন অনলাইনে করার সুবিধা রয়েছে ৷ https://pli.indiapost.gov.in ওয়েবসাইটে গিয়ে পলিসি অনলাইনে সার্চ করা যেতে পারে ৷ অনলাইনে ইনস্যুরেন্স করা যেতে পারে ৷ এবং প্রিমিয়ামও অনলাইনে দিতে পারবেন পলিসি হোল্ডাররা ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসের এই পলিসি থেকে মিলবে ৫০ লক্ষ টাকার সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement