পোস্ট অফিসের এই পলিসি থেকে মিলবে ৫০ লক্ষ টাকার সুবিধা

Last Updated:

পোস্টাল লাইফ ইনস্যুরেন্স এখন অনলাইনে করার সুবিধা রয়েছে ৷ https://pli.indiapost.gov.in ওয়েবসাইটে গিয়ে পলিসি অনলাইনে সার্চ করা যেতে পারে ৷

#নয়াদিল্লি: ভবিষ্যতের জন্য সেভিংস করার জন্য পোস্ট অফিসের স্কিম বেশ জনপ্রিয় ৷ পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে ভাল রিটার্ন পাওয়ার পাশাপাশি টাকাও সুরক্ষিত থাকে ৷ এছাড়া পাওয়া গ্যারেন্টিড রিটার্ন ৷ পোস্ট অফিস সেভিংস স্কিমের পাশাপাশি জীবন বিমার সুবিদা দিয়ে থাকে ৷ নাম পোস্টাল লাইফ ইনস্যুরেন্স (Postal Life Insurance) অর্থাৎ ডাক জীবন বিমা ৷
ডাকঘরের লাইফ ইনস্যুরেন্স দুটি ভাগে ভাগ করা হয়েছে PLI ও RPLI ৷ PLI সবচেয়ে পুরনো সরকারি বিমা পলিসি ৷ ইংরেজ শাসনের অধীনে ১ ফেব্রুয়ারি ১৮৮৪ শুরু করা হয়েছিল ৷ PLI স্কিমে ৬টি পলিসি রয়েছে ৷ এর মধ্যে একটি পুরো লাইফ ইনস্যুরেন্স (whole life insurance policy) পলিসি রয়েছে ৷ এই পলিসিতে ন্যূনতম সাম অ্যাসিউর্ড ২০,০০০ টাকা ও সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা ৷ পলিসির ৪ বছর হওয়ার পর লোন নেওয়া যেতে পারে ৷ ৩ বছর পর পলিসি সারেন্ডারও করতে পারবেন ৷
advertisement
হোল লাইফ ইনস্যুরেন্স পলিসিতে বোনাসের পাশাপাশি অ্যাসিউর্ড অ্যামাউন্ট পলিসি হোল্ডার ৮০ বছর বয়স হওয়ার পর পাবেন ৷ তার আগে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি টাকাটা পাবেন ৷ এই পলিসি করানোর জন্য ন্যূনতম ১৯ বছর বয়স হতে হবে, অধিকতম ৫৫ বছর ৷
advertisement
পোস্টাল লাইফ ইনস্যুরেন্স এখন অনলাইনে করার সুবিধা রয়েছে ৷ https://pli.indiapost.gov.in ওয়েবসাইটে গিয়ে পলিসি অনলাইনে সার্চ করা যেতে পারে ৷ অনলাইনে ইনস্যুরেন্স করা যেতে পারে ৷ এবং প্রিমিয়ামও অনলাইনে দিতে পারবেন পলিসি হোল্ডাররা ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসের এই পলিসি থেকে মিলবে ৫০ লক্ষ টাকার সুবিধা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement