রেজিস্ট্রেশন করুন সরকারি এই পোর্টালে, মিলবে এই বিশেষ ছাড়

Last Updated:

শুধু এখানেই শেষ নয়, মাটি কথা পোর্টালে যে সমস্ত প্রান্তিক চাষিরা রয়েছেন তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।

+
মাটির

মাটির কথা পোর্টালের ছবি

হুগলি: সরকারি উদ্যোগে এবার চালু হল কৃষি সহায়ক মাটি কথা পোর্টাল, যার মাধ্যমে রেজিস্টার এর মধ্যে দিয়ে স্বল্প মূল্যে কৃষকরা কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি অতি সহজেই ক্রয় বা ভাড়া নিয়ে কাজ করতে পারবেন। তার জন্য প্রয়োজন শুধুমাত্র নির্দিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করা। সেই নাম নথিভুক্ত করণের কাজ শুরু হয়েছে, চলবে আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত। যার ফলে উপকৃত হবেন জেলার বহু কৃষকরা।
মূলত কৃষি ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রাংশ ও অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি যার দ্বারা কৃষি কাজ অত্যন্ত দ্রুত গতিতে ও কম পরিশ্রম দিয়ে হতে পারে সেই দিকেই নজর দিয়েছে রাজ্য সরকার। সেই অনুযায়ী চালু করা হয়েছে বাংলার মাটি পোর্টাল। এই পোর্টালের মধ্যে দিয়ে ট্রাক্টর, ওষুধ ছড়ানোর ড্রোন, কিংবা ধান ছাড়া মেশিন সব কিছুই সরাসরি ক্রয় বা ভাড়া নিয়ে কাজ করতে পারবেন জেলার কৃষকরা।
advertisement
advertisement
শুধু এখানেই শেষ নয়, মাটি কথা পোর্টালে যে সমস্ত প্রান্তিক চাষিরা রয়েছেন তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। যে কোনও বাংলা সহায়তা কেন্দ্রে গেলেই সেখান থেকে করে দেওয়া হবে রেজিস্ট্রেশনের ব্যবস্থা। যার মধ্যে দিয়ে অল্প খরচে অনেক বেশি কৃষি সহায়ক যন্ত্রপাতি পেয়ে চাষ করতে পারবেন কৃষকরা।
advertisement
এই বিষয়ে জেলা কৃষি কর্মাধ্যক্ষ তিনি জানান, তাদের কাজ জেলার প্রতিটি চাষীর কাছে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া। যার মধ্যে দিয়ে কৃষকরা হয়ে উঠবেন স্মার্ট কৃষক। যন্ত্রাংশের ব্যবহারের ফলে আগে যে জমিতে চাষ করতে পাঁচ জন লেবার ও অত্যাধিক শ্রম দিতে হতো সেই শ্রম এবার কমবে অনেকটাই। কারণ কৃষকদের জন্য সমস্ত অত্যাধুনিক চাষের সরঞ্জাম নিয়ে এসেছে রাজ্য সরকার।
advertisement
যা সরাসরি ক্রয় না করেও ভাড়া নিয়ে কাজ করতে পারবেন কৃষকরা। শুধু তাই নয় এতে রাজ্য সরকার কৃষকদের জন্য মোটা অংকের ভর্তুকিও দেবে। যার ফলে কৃষিকাজ হবে কম শ্রমদায়ক। আয় বাড়বে কৃষকের।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেজিস্ট্রেশন করুন সরকারি এই পোর্টালে, মিলবে এই বিশেষ ছাড়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement