বড় সুখবর! এবার মাত্র ৬৩৪ টাকায় পেয়ে যাবেন LPG Cylinder, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
LPG Cylinder Price: জেনে নিন নতুন কম্পোজিট গ্যাস সিলিন্ডারের কী কী সুবিধা রয়েছে ৷
#নয়াদিল্লি: রান্নার গ্যাসের (LPG cylinder) লাগাতার দাম বৃদ্ধির জেরে নাজেহাল দেশের সাধারণ মানুষ ৷ কিন্তু তারই মধ্যে রয়েছে বড় সুখবর! এবার মাত্র ৬৩৩.৫০ টাকায় কিনতে পারবেন এলপিজি সিলিন্ডার ৷ এটা আসলে হচ্ছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার (Composite Gas Cylinder) ৷ জেনে নিন নতুন কম্পোজিট গ্যাস সিলিন্ডারের কী কী সুবিধা রয়েছে ৷
আপনি যদি দিল্লি, বেনারস, প্রয়াগরাজ, ফরিদাবাদ, গুরুগ্রাম,জয়পুর, হায়দরাবাদ, জলন্ধার, জামশেদপুর, পটনা, মাইসর, লুধিয়ানা, রায়পুর, রাঁচি, আহমেদাবাদের মতো শহরের বাসিন্দা হন তাহলে এই গ্যাস সিলিন্ডার ৬৩৩.৫০ টাকায় কিনে ৬৯৭ টাকায় রিফিল করতে পারবেন ৷ এই সিলিন্ডারে কেবল ১০ কিলো গ্যাস থাকবে ৷
advertisement
advertisement
জেনে নিন কম্পোজিট সিলিন্ডারের বিষয়ে
১৪.২ কিলোর গ্যাস সিলিন্ডারের থেকে অনেকটাই হাল্কা হয় কম্পোজিট সিলিন্ডার ৷ কম ওজন হওয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই নিয়ে আসা যাওয়া করা যায় ৷ যাঁদের বাড়িতে কম গ্যাস খরচ হয় তাঁদের ক্ষেত্রে এটা অত্যন্ত লাভজনক ৷
advertisement
বিভিন্ন শহরে কম্পোজিট সিলিন্ডারের দাম-
দিল্লি- ৬৩৪ টাকা
মুম্বই- ৬৩৪ টাকা
কলকাতা- ৬৫২ টাকা
চেন্নাই- ৬৪৫ টাকা
দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় সিলিন্ডার -
কম্পোজিট গ্যাস সিলিন্ডারের দুটি ভেরিয়েন্ট হয় ৷ এর মধ্যে একটি ১০ কিলোগ্রাম ও অন্যটি ৫ কিলোগ্রামের গ্যাস সিলিন্ডার হয় ৷ ১০ কিলোর সিলিন্ডারের জন্য গ্রাহকদের ৬৩৩.৫০ টাকা দিতে হয় ৷ এবং ৫ কিলোর গ্যাস সিলিন্ডারের জন্য ৫০২ টাকায় রিফিল হয়ে যায় ৷ ১০ কিলোর সিলিন্ডারের জন্য গ্রাহকদের ৩৩৫০ টাকা সিকিউরিটি হিসেবে দিতে হয় ৷ অন্যদিকে, ৫ কিলোর সিলিন্ডারের জন্য ২১৫০ টাকা সিকিউরিটি দিতে হয় ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2022 7:40 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বড় সুখবর! এবার মাত্র ৬৩৪ টাকায় পেয়ে যাবেন LPG Cylinder, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা