EPFO E-Nomination: এই কাজটি না করা থাকলে আর চেক করতে পারবেন না আপনার পিএফ ব্যালেন্স
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
EPFO E-Nomination: কীভাবে নাম যোগ করবেন নমিনির ?
#নয়াদিল্লি: পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য জরুরি খবর ৷ ইপিএফও-র তরফে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনির নাম (EPFO E-Nomination)যোগ করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ সাবস্ক্রাইবার্সরা এবার ই-নমিনেশন ছাড়া আর পিএফ এর পাসবুক চেক করতে পারবেন না ৷ পাসবুকে আপনার ব্যালেন্স চেক করার জন্য পিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে E-Nomination বাধ্যতামূলক করা হয়েছে ৷
এর আগে ই-নমিনেশন ছাড়া সাবস্ক্রাইবার্সরা সহজেই ইপিএফও-র ওয়েবসাইটে গিয়ে সহজেই পিএফ ব্যালেন্স চেক করতে পারতেন ৷
advertisement
advertisement
এর জন্য ৩১ ডিসেম্বর ২০২১ ডেডলাইন দেওয়া হয়েছে ৷ ৩১ ডিসেম্বরের মধ্যে নমিনির নাম যুক্ত না করলে একাধিক সমস্যায় পড়তে হতে পারে অ্যাকাউন্ট হোল্ডারদের ৷ এখন আপনি আপনার পিএফ অ্যাকাউন্টের নমিনির নাম যে কোনও সময় সিলেক্ট করতে পারবেন ৷
নমিনি সম্বন্ধে তথ্য দেওয়া জরুরি -
ইপিএফ অ্যাকাউন্টে ই-নমিনেশন ফাইল করার জন্য প্রথমে নমিনির নাম দিতে হবে ৷ আপনি একজনের বেশি ব্যক্তিকে নমিনি করতে পারবেন ৷ এছাড়া নমিনির নাম, পিএফ মেম্বারের সঙ্গে সম্পর্ক, এবং নমিনির জন্মদিন দিতে হবে ৷ পিএফ অ্যাকাউন্টে জমা টাকার কত শতাংশ অংশ নমিনিকে দেওয়া সে বিষয়েও আপনাকে জানাতে হবে ৷ নমিনি নাবালক হলে তার অভিভাবকের নাম ও ঠিকানা দিতে হবে ৷
advertisement
কীভাবে নাম যোগ করবেন নমিনির ?
১. প্রথমে ইপিএফও ওয়েবসাইটে গিয়ে >> Services >> For Employees >> Member UAN/Online Service এ ক্লিক করতে হবে
২. UAN and Password এর সঙ্গে লগইন করতে হবে
৩. Manage Tab এর মধ্যে E-Nomination এ ক্লিক করতে হবে
advertisement
৪. স্ক্রিনে Provide Details এর ট্যাব খুলে যাবে ৷ সেখানে Save এ ক্লিক করতে হবে
৫. Family Declaration আপডেট করার জন্য Yes এ ক্লিক করতে হবে
৬. Add Family Details করতে হবে
৭. জমা টাকার অংশ কীভাবে একাধিক নমিনির মধ্যে ভাগ হবে তার জন্য Nomination Details এ ক্লিক করতে হবে ৷ এবার Save EPF Nomination এ ক্লিক করতে হবে
advertisement
৮. OPT পাওয়ার জন্য E-sign এ ক্লিক করতে হবে ৷ আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে আপনি ক্লিক করতেই ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 12, 2022 11:47 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO E-Nomination: এই কাজটি না করা থাকলে আর চেক করতে পারবেন না আপনার পিএফ ব্যালেন্স