EPFO E-Nomination: এই কাজটি না করা থাকলে আর চেক করতে পারবেন না আপনার পিএফ ব্যালেন্স

Last Updated:

EPFO E-Nomination: কীভাবে নাম যোগ করবেন নমিনির ?

চতুর্থ ধাপ : একবার আপনি লগ ইন করলে, EPF হোম পেজ আপনার শংসাপত্রগুলি দেখাবে – নাম, UAN নম্বর এবং PAN নম্বর। প্রতীকী ছবি। 
চতুর্থ ধাপ : একবার আপনি লগ ইন করলে, EPF হোম পেজ আপনার শংসাপত্রগুলি দেখাবে – নাম, UAN নম্বর এবং PAN নম্বর। প্রতীকী ছবি। 
#নয়াদিল্লি: পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য জরুরি খবর ৷ ইপিএফও-র তরফে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনির নাম (EPFO E-Nomination)যোগ করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ সাবস্ক্রাইবার্সরা এবার ই-নমিনেশন ছাড়া আর পিএফ এর পাসবুক চেক করতে পারবেন না ৷ পাসবুকে আপনার ব্যালেন্স চেক করার জন্য পিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে E-Nomination বাধ্যতামূলক করা হয়েছে ৷
এর আগে ই-নমিনেশন ছাড়া সাবস্ক্রাইবার্সরা সহজেই ইপিএফও-র ওয়েবসাইটে গিয়ে সহজেই পিএফ ব্যালেন্স চেক করতে পারতেন ৷
advertisement
advertisement
এর জন্য ৩১ ডিসেম্বর ২০২১ ডেডলাইন দেওয়া হয়েছে ৷ ৩১ ডিসেম্বরের মধ্যে নমিনির নাম যুক্ত না করলে একাধিক সমস্যায় পড়তে হতে পারে অ্যাকাউন্ট হোল্ডারদের ৷ এখন আপনি আপনার পিএফ অ্যাকাউন্টের নমিনির নাম যে কোনও সময় সিলেক্ট করতে পারবেন ৷
নমিনি সম্বন্ধে তথ্য দেওয়া জরুরি -
ইপিএফ অ্যাকাউন্টে ই-নমিনেশন ফাইল করার জন্য প্রথমে নমিনির নাম দিতে হবে ৷ আপনি একজনের বেশি ব্যক্তিকে নমিনি করতে পারবেন ৷ এছাড়া নমিনির নাম, পিএফ মেম্বারের সঙ্গে সম্পর্ক, এবং নমিনির জন্মদিন দিতে হবে ৷ পিএফ অ্যাকাউন্টে জমা টাকার কত শতাংশ অংশ নমিনিকে দেওয়া সে বিষয়েও আপনাকে জানাতে হবে ৷ নমিনি নাবালক হলে তার অভিভাবকের নাম ও ঠিকানা দিতে হবে ৷
advertisement
কীভাবে নাম যোগ করবেন নমিনির ?
১. প্রথমে ইপিএফও ওয়েবসাইটে গিয়ে >> Services >> For Employees >> Member UAN/Online Service এ ক্লিক করতে হবে
২. UAN and Password এর সঙ্গে লগইন করতে হবে
৩. Manage Tab এর মধ্যে E-Nomination এ ক্লিক করতে হবে
advertisement
৪. স্ক্রিনে Provide Details এর ট্যাব খুলে যাবে ৷ সেখানে Save এ ক্লিক করতে হবে
৫. Family Declaration আপডেট করার জন্য Yes এ ক্লিক করতে হবে
৬. Add Family Details করতে হবে
৭. জমা টাকার অংশ কীভাবে একাধিক নমিনির মধ্যে ভাগ হবে তার জন্য Nomination Details এ ক্লিক করতে হবে ৷ এবার Save EPF Nomination এ ক্লিক করতে হবে
advertisement
৮. OPT পাওয়ার জন্য E-sign এ ক্লিক করতে হবে ৷ আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে আপনি ক্লিক করতেই ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO E-Nomination: এই কাজটি না করা থাকলে আর চেক করতে পারবেন না আপনার পিএফ ব্যালেন্স
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement