কলকাতা: দেশের সবচেয়ে বড় অংশ মধ্যবিত্ত। সরকারের নতুন কোনও প্রকল্প বা আইনের প্রভাব সরাসরি তাঁদের উপরেই পড়ে। ১ ফেব্রুয়ারির বাজেট নিয়ে তাই দুরু-দুরু বক্ষে প্রহর গুণছে দেশের মধ্যবিত্ত সমাজ। কিন্তু তাঁদের নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কী ভাবছেন?
কর কাঠামোয় পরিবর্তন: তিনি নিজে মধ্যবিত্ত। তাই মধ্যবিত্ত পরিবারগুলো কী পরিমাণ চাপের মধ্যে দিয়ে যায়, তিনি সেটা বোঝেন। মধ্যবিত্ত করদাতাদের সম্পর্কে বলতে গিয়ে এই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সঙ্গে তিনি জানিয়েছেন, মোদি সরকার মধ্যবিত্তদের উপর নতুন কোনও কর চাপায়নি। পাশাপাশি এই বছর কর কাঠামোয় পরিবর্তনের সম্ভাবনা যে নেই, সেই ইঙ্গিতও দেন নির্মলা। এ তো গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথা। এবারের বাজেট থেকে মধ্যবিত্তদের প্রত্যাশা কী? সেটাও দেখে নেওয়া যাক।
কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি: বাজেটে কর্মসংস্থানের উপর জোর দিক কেন্দ্র। নির্মলার কাছে এটাই দাবি মধ্যবিত্তদের। করোনা মহামারীর কারণে অনেকেই চাকরি হারিয়েছেন। অনেকের বেতনে কাটছাঁট হয়েছে। দাঁতে দাঁত চেপে দিন গুজরানের লড়াই লড়ছে মধ্যবিত্ত পরিবারগুলো। এবারের বাজেটে সুরাহা চাইছেন তাঁরা। চাইছেন হাঁফ ফেলার সুযোগ। কর্মসংস্থান সৃষ্টির জন্য কেন্দ্রকে অবশ্যই ম্যানুফ্যাকচারিং, প্রযুক্তি এবং পরিকাঠামো ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করতে হবে।
ধারা ৮০ডি-র অধীনে স্বাস্থ্য বিমায় কর ছাড় বাড়ানো: ধারা ৮০ডি-র অধীনে স্বাস্থ্য বিমায় ২৫ হাজার টাকা কর ছাড় দেওয়া হয়। সেটা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবি দীর্ঘদিনের। এবারের বাজেটে এই বিষয়ে একটা হেস্তনেস্ত চাইছেন মধ্যবিত্ত আয়করদাতারা।
আরও পড়ুন: স্টার্ট-আপ আইডিয়া খুঁজছেন হন্যে হয়ে! মনে রাখুন এই পাঁচটি কথা!বিমা খাতে জিএসটি কমানোর দাবি: স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় জিএসটি থাকা উচিত নয়। কেন্দ্রের কাছে এই দাবিও দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বিমা ক্ষেত্র এবং মধ্যবিত্ত পরিবারগুলি। কিন্তু সুরাহা হয়নি। এছাড়াও স্বাস্থ্য বিমায় আয়করের ধারা ৮০ডি-র অধীনে প্রিমিয়ামের জন্য কর ছাড়ের সীমা বাড়ানোর দাবিও উঠেছে। এবারের বাজেটে কেন্দ্র সরকারের কাছে এই দুটি ক্ষেত্রে পদক্ষেপের আশা করছে মধ্যবিত্ত আয়করদাতারা।
ধারা ৮০সি-র অধীনে শিশুদের টিউশন ফি নিয়ে আলাদা বিধান: আয়কর আইনের ধারা ৮০সি থেকে সরিয়ে শিশুদের টিউশন ফি নিয়ে আলাদা আইনের দাবি জানিয়েছে মধ্যবিত্তরা। ধারা ৮০সি-র অধীনে ইতিমধ্যেই বিনিয়োগ, ব্যয়ের মতো একাধিক বিধান রয়েছে। প্রসঙ্গত, ৮০সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।