IMD Weather Update: বড়দিনে বাংলায় শীতের দাপট, মরশুমের অন্যতম শীতল বড়দিন! ঠান্ডা কি আরও বাড়বে? আবহাওয়ার খবর
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: বড়দিনে সকাল থেকেই জাঁকিয়ে শীত রাজ্যের বিভিন্ন প্রান্তে। ঠান্ডা কোথায় আরও বাড়বে? আবহাওয়ার বড় খবর জেনে নিন।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বড়দিনে উত্তরবঙ্গজুড়ে শীতের প্রকোপ চোখে পড়ার মতো। পাহাড় থেকে সমতল—সব জেলাতেই ভোরের দিকে কুয়াশা আর ঠান্ডা হাওয়ায় কার্যত কাঁপছে জনজীবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গোটা উত্তরবঙ্গেই বৃহস্পতিবার শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে সকালবেলায় একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা যান চলাচলেও প্রভাব ফেলতে পারে।
advertisement
পাহাড়ি জেলা দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা এই বড়দিনকে মরশুমের অন্যতম শীতল বড়দিনে পরিণত করেছে। কালিম্পংয়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের কামড়ে সকালে কুয়াশার চাদরে ঢেকে যায় পাহাড়ি রাস্তাঘাট, ফলে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
সমতলের জেলাগুলিতেও শীত কম নয়। জলপাইগুড়িতে আজ তাপমাত্রা ২০.২ ডিগ্রি, আলিপুরদুয়ারে ২০ ডিগ্রি এবং কোচবিহারে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মালদায় তাপমাত্রা রয়েছে ১৬.৫ ডিগ্রি, শিলিগুড়িতে ১৯.৮ ডিগ্রি। উত্তর দিনাজপুরে তাপমাত্রা ২২.৩ ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও ভোরের কুয়াশা সেখানে শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement









