PM Kisan: এপ্রিলের প্রথম সপ্তাহে অ্যাকাউন্টে চলে আসবে টাকা, তবে তার জন্য থাকতে হবে এই ৪ ডকুমেন্টস
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: এই যোজনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে ?
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কেন্দ্র সরকারের তরফে দেশের কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা করে ট্রান্সফার করা হয়ে থাকে ৷ প্রত্যেক চারমাস অন্তর কৃষকদের অ্যকাউন্টে ২০০০ টাকা করে ক্রেডিট করা হয়ে থাকে ৷ এখনও পর্যন্ত এই যোজনার ১০টি কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয়েছে ৷ এবার আগামী কিস্তি অর্থাৎ ১১তম কিস্তির টাকার জন্য অপেক্ষারত কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর ৷ অনুমান করা হচ্ছে শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হতে পারে ৷ রিপোর্টস অনুযায়ী, এপ্রিলের প্রথম সপ্তাহেই কৃষকদের অ্যাকাউন্টে যোজনার ২০০০ টাকা ট্রান্সফার করা হতে পারে ৷
সহজেই করতে পারবেন রেজিস্ট্রেশন-
আপনিও যদি পিএম কিষান যোজনার (PM Kisan Yojana) সুবিধা নিতে চান তাহলে শীঘ্রই করিয়ে নিন রেজিস্ট্রেশন ৷ এই স্কিমে রেজিস্ট্রেশন করানো অত্যন্ত সহজ ৷ আপনি অনলাইনে বাড়িতে বসে সহজেই রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ এছাড়া পঞ্চায়েত সচিব বা স্থানীয় কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেও করাতে পারবেন রেজিস্ট্রেশন ৷
advertisement
advertisement
তবে সবার আগে যেটা জানা দরকার সেটা হল এই যোজনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে ?
১. আধার কার্ড- প্রধানমন্ত্রী কিষান যোজনায় আবেদন করতে চাইলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷
advertisement
২. ব্যাঙ্ক অ্যাকাউন্ট- পিএম কিষান যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করা হবে ৷ এর জন্য আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি ৷
৩. জমির কাগজপত্র- পিএম কিষান যোজনায় আবেদন করার জন্য চাষের জমির কাগজপত্র জমা দিতে হবে ৷
৪. মোবাইল নম্বর ও পাসপোর্ট সাইজ ছবি- একটি মোবাইল নম্বরের দরকার পড়বে যেখানে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে ৷ এছাড়া আবেদন করার সময় একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2022 2:40 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এপ্রিলের প্রথম সপ্তাহে অ্যাকাউন্টে চলে আসবে টাকা, তবে তার জন্য থাকতে হবে এই ৪ ডকুমেন্টস