#নয়াদিল্লি: দিল্লির সরাফা বাজারে বেড়েছে সোনার সাপ্তাহিক দাম ৷ পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ চলতি সপ্তাহে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪২৮ টাকা বেড়েছে ৷ অন্যদিতে রুপোর দাম প্রতি কিলোতে বেড়েছে ১১০৪ টাকা ৷ ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ IBJA এর ওয়েবসাইট অনুযায়ী, এই বিজনেস উইকের (২১ থেকে ২৫ মার্চ) শুরুতে ২৪ ক্যারেট সোনার দাম ৫১,৪৬৪ টাকা ছিল যা বেড়ে ৫১,৮৯২ টাকা হয়েছে ৷ অন্যদিকে, ৯৯৯ শুদ্ধতার রুপোর দাম ৬৭,৬৮৭ থেকে বেড়ে ৬৮৬৯১ টাকা হয়েছে প্রতি কিলোগ্রামে ৷
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার অবশ্যই জেনে নিন এই বিষয়গুলি
IBJA এর তরফে জারি দাম থেকে আলাদা আলাদা শুদ্ধতার সোনার স্ট্যান্ডার্ড দামের সম্বন্ধে জানা যায় ৷ এই দামের মধ্যে ট্যাক্স ও মেকিং চার্জ সামিল নেই ৷
আরও পড়ুন: রেকারিং ডিপোজিট খোলার পরিকল্পনা রয়েছে ? আগে সুবিধা ও অসুবিধাগুলি কী কী জেনে নিন
গোটা সপ্তাহে কতটা বদলাল সোনার দাম
গত এক সপ্তাহে কতটা বদলাল রুপোর দাম
আরও পড়ুন: গাড়ির জন্য লোন নেওয়ার সময় কী করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত নয়?
চলতি অর্থবর্ষের প্রথম ১১ মাসে সোনার আমদানি বেড়ে পেরিয়ে গিয়েছে ৪৫ কোটি ডলার
দেশের সোনার আমদানি চলতি অর্থবর্ষের প্রথম ১১ মাসে (এপ্রিল-ফেব্রুয়ারি)৭৩ শতাংশ বেড়ে ৪৫.১ কোটি ডলার পেরিয়ে গিয়েছে ৷ চাহিদা বেশি থাকায় আমদানিও বেড়েছে ৷ এর আগের অর্থবর্ষে ঠিক একই সময়ে সোনার আমদানি ২৫.১১ কোটি ডলারের ছিল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gold and Silver Price, Today Gold Price in Kolkata, Today Gold Rate in Kolkata