Gold-Silver Price: সোনা-রুপোর দামে বড় চমক! জেনে নিন গোটা সপ্তাহে সোনার দর বেড়ে কত হল

Last Updated:

Gold-Silver Price: গোটা সপ্তাহে কতটা বদলাল সোনার দাম-

#নয়াদিল্লি: দিল্লির সরাফা বাজারে বেড়েছে সোনার সাপ্তাহিক দাম ৷ পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ চলতি সপ্তাহে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪২৮ টাকা বেড়েছে ৷ অন্যদিতে রুপোর দাম প্রতি কিলোতে বেড়েছে ১১০৪ টাকা ৷ ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ IBJA এর ওয়েবসাইট অনুযায়ী, এই বিজনেস উইকের (২১ থেকে ২৫ মার্চ) শুরুতে ২৪ ক্যারেট সোনার দাম ৫১,৪৬৪ টাকা ছিল যা বেড়ে ৫১,৮৯২ টাকা হয়েছে ৷ অন্যদিকে, ৯৯৯ শুদ্ধতার রুপোর দাম ৬৭,৬৮৭ থেকে বেড়ে ৬৮৬৯১ টাকা হয়েছে প্রতি কিলোগ্রামে ৷
IBJA এর তরফে জারি দাম থেকে আলাদা আলাদা শুদ্ধতার সোনার স্ট্যান্ডার্ড দামের সম্বন্ধে জানা যায় ৷ এই দামের মধ্যে ট্যাক্স ও মেকিং চার্জ সামিল নেই ৷
advertisement
advertisement
গোটা সপ্তাহে কতটা বদলাল সোনার দাম
  • ২১ মার্চ ২০২২- ৫১,৪৬৪ টাকা প্রতি ১০ গ্রাম
  • ২২ মার্চ ২০২২- ৫১,৫০৪ টাকা প্রতি ১০ গ্রাম
  • ২৩ মার্চ ২০২২- ৫১,৬৩৭ টাকা প্রতি ১০ গ্রাম
  • ২৪ মার্চ ২০২২- ৫১,৮১৮ টাকা প্রতি ১০ গ্রাম
  • ২৫ মার্চ ২০২২- ৫১,৮৯২ টাকা প্রতি ১০ গ্রাম
advertisement
গত এক সপ্তাহে কতটা বদলাল রুপোর দাম
  • ২১ মার্চ ২০২২- ৬৭৬৮৭ টাকা প্রতি কিলোগ্রাম
  • ২২ মার্চ ২০২২- ৬৭,৭৭৫ টাকা প্রতি কিলোগ্রাম
  • ২৩ মার্চ ২০২২- ৬৭৭৩৪ টাকা প্রতি কিলোগ্রাম
  • ২৪ মার্চ- ২০২২- ৬৭,৮৬৪ টাকা প্রতি কিলোগ্রাম
  • ২৫ মার্চ ২০২২- ৬৮,৬৯১ টাকা প্রতি কিলোগ্রাম
advertisement
চলতি অর্থবর্ষের প্রথম ১১ মাসে সোনার আমদানি বেড়ে পেরিয়ে গিয়েছে ৪৫ কোটি ডলার
দেশের সোনার আমদানি চলতি অর্থবর্ষের প্রথম ১১ মাসে (এপ্রিল-ফেব্রুয়ারি)৭৩ শতাংশ বেড়ে ৪৫.১ কোটি ডলার পেরিয়ে গিয়েছে ৷ চাহিদা বেশি থাকায় আমদানিও বেড়েছে ৷ এর আগের অর্থবর্ষে ঠিক একই সময়ে সোনার আমদানি ২৫.১১ কোটি ডলারের ছিল ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold-Silver Price: সোনা-রুপোর দামে বড় চমক! জেনে নিন গোটা সপ্তাহে সোনার দর বেড়ে কত হল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement