কর্মচারীদের জন্য বড় সুখবর, এখানে লাগু হতে চলেছে 'Four Days Working' ফর্মুলা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Four Days Working: রাশিয়া-ইউক্রেনে চলতে থাকা যুদ্ধের জেরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে-
#নয়াদিল্লি: প্রথমে করোনা মহামারি ৷ এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ! দুইয়ের জেরে পেট্রোলিয়াম পদার্থের পাশাপাশি প্রায় সমস্ত জিনিসের দাম বৃদ্ধি হয়েছে ৷ স্বাভাবিক ভাবে এর ফলে প্রভাবিত হয়েছে গোটা বিশ্বের অর্থনীতি ৷ পরিস্থিতি মোকাবিলায় সব দেশই বিভিন্ন উপায়ে খরচ কমানোর চেষ্টা করছে ৷ অনেক দেশই সপ্তাহে চার দিন কাজ করার ফর্মলা ব্যবহার করছে ৷ একাধিক দেশে কর্মীদের জন্য Four Days Working অর্থাৎ সপ্তাহে কাজের দিন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কোথাও এই নিয়মে স্থায়ী আবার কোথাও অস্থায়ী রূপে লাগু করা হয়েছে ৷
পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বৃদ্ধির জেরে এবার ফিলিপিন্সে সপ্তাহে চারদিন কাজ করার ফর্মলা লাগু করার বিষয়ে পর্যালোচনা চলছে ৷ করোনার জেরে দেশের অর্থনীতি এবং বিভিন্ন সেক্টর যে ভাবে প্রভাবিত হয়েছে তাতে ফিলিপিন্স সরকার তাদের পেট্রোলিয়াম পদার্থে এক্সাইজ ট্যাক্স অনেকটাই বাড়িয়ে দিয়েছে ৷ এই ট্যাক্স কমানোর জন্য সরকারের উপরে চাপ বেড়ে চলেছে ৷ ফিলিপিন্সের অর্থমন্ত্রী জানিয়েছেন, ফুয়েল ট্যাক্স কম করার জায়গায় খরচা কমানোর জন্য সপ্তাহে চারদিন কাজ করার ফর্মুলা লাগু করার বিষয়ে চিন্তা ভাবনা চলছে ৷ এর জেরে না কেবল খরচা কমবে বরং ৫০ শতাংশ গরিব পরিবার-সহ প্রভাবিত সেক্টরগুলিকে সরাসরি সাহায্য করা হবে ৷
advertisement
advertisement
রাশিয়া-ইউক্রেনে চলতে থাকা যুদ্ধের জেরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে ৷ ফিলিপিন্স তাদের প্রয়োজনের বেশির ভাগ অশোধিত তেল আমদানি করে থাকে ৷ তেলের দাম বেশি বেড়ে যাওয়ায় বেশি টাকা দিয়ে তেল আমদানি করতে হচ্ছে ৷ এর জেরেই ট্যাক্স বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2022 2:56 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কর্মচারীদের জন্য বড় সুখবর, এখানে লাগু হতে চলেছে 'Four Days Working' ফর্মুলা