#নয়াদিল্লি: আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ (Unioun Budget 2022-23) বেতনভুক্ত কর্মীদের আয়ের ট্যাক্সের ছাড়ের পরিমাণ বাড়ানো হতে পারে। করোনার প্রভাবে ওয়ার্ক ফ্রম হোমের জন্য একজন কর্মীর বেড়ে যাওয়া খরচের দিকে নজর রেখে ট্যাক্স ছাড়ের পরিমাণ বাড়ানো হতে পারে।
ইনকাম ট্যাক্স ছাড়
ইনকাম ট্যাক্সে ছাড় হল সাধারণত একজন কর্মীর ইনসেন্টিভ। একজন করদাতা ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে এই ধরনের আয়ের ওপরে ছাড় পাওয়ার জন্য আবেদন করতে পারে। এই ধরনের ট্যাক্স ছাড় বেতনভুক্ত কর্মীদের সুবিধার জন্য দেওয়া হয়ে থেকে। আর্থিক বর্ষ ২০১৮-১৯ থেকে একজন বেতনভুক্ত কর্মী ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স ১৯,২০০ টাকা এবং মেডিক্যাল অ্যালাওয়েন্স ১৫,০০০ টাকার ক্ষেত্রে ট্যাক্স ছাড়ের সুবিধা পেতে পারে। সুতরাং এই ধরনের আয়ের ওপরে ট্যাক্স ছাড়ের পরিমাণ প্রায় ৩৪,২০০ টাকা। কিন্তু এই ধরনের ট্যাক্স ছাড়ের পরিমান প্রায় ৫০,০০০ টাকা করা হতে পারে আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ।
কেন বাড়ানোর পরিকল্পনা
করোনা মহামারীর প্রভাবে চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। এর ফলে মেডিক্যাল বিলের পরিমাণ বেড়ে গিয়েছে একজন বেতনভুক্ত কর্মীর ক্ষেত্রে। একই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমের ফলে বেড়ে গিয়েছে বিভিন্ন ধরনের খরচ। ইন্টারনেট এবং বিদ্যুতের খরচ বেড়ে গিয়েছে ওয়ার্ক ফ্রম হোমের ফলে। এই কারণে একজন বেতনভুক্ত কর্মীর আয়ের ট্যাক্স ছাড়ের পরিমাণ বাড়ানো হতে পারে আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ।
আরও পড়ুন: State Bank-এর গ্রাহকদের জন্য বিশাল খবর! এফডি-তে সুদের হার বৃদ্ধি
ডেলয়েট ইন্ডিয়া (Deloitte India) জানিয়েছে যে, করোনা পরবর্তী সময়ে শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের। এর ফলে একজন কর্মীর ব্যয়ের পরিমাণ বেড়ে গিয়েছে। কিন্তু তাদের আয় এক থাকলেও ওয়ার্ক ফ্রম হোমের জন্য বেড়ে গিয়েছে তাদের ব্যয়ের পরিমাণ। ওয়ার্ক ফ্রম হোমের জন্য একজন কর্মীর বাড়তি খরচ হয়ে চলেছে। ইন্টারনেট, ফোনের বিল, ফার্নিচার, ইলেকট্রিক বিল, ঘরের সেট আপ ইত্যাদির জন্য ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে একজন কর্মীকে টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু তাদের বেতনের পরিমাণ একই রয়েছে। এর ফলে বেতনভুক্ত কর্মীদের এই ধরনের সমস্যা সমাধানের জন্য আসন্ন বাজেটে ঘোষণা করা হতে পারে ওয়ার্ক ফ্রম হোম অ্যালাওয়েন্সের। এর মাধ্যমে কর্মীদের বেতনের ট্যাক্সের ওপর ছাড় দেওয়া হতে পারে।
আরও পড়ুন: বাজেট ২০২২, ইনকাম ট্যাক্সকে বিদায় জানানোর এটাই সঠিক সময়
ডেলয়েট ইন্ডিয়া এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া (ICAI) কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে যে, করোনা মহামারীর কথা মাথায় রেখে এবং বর্তমানের তৃতীয় ঢেউয়ের ওপরে নজর দিয়ে যারা বাড়িতে বসে কাজ করছে, তাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম অ্যালাওয়েন্সের ব্যবস্থা করা হোক। এর মাধ্যমে যারা বাড়িতে বসে কাজ কাজ করছে তাদের ওয়ার্ক ফ্রম হোম অ্যালাওয়েন্স ট্যাক্স ছাড়ের পরিমাণ বাড়ানো হতে পারে। সেকশন ১৬ অনুযায়ী এর পরিমাণ প্রায় ৫০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত করা হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Budget 2022, Union Budget 2022