Aadhaar-Pan Linking: আধার-প্যান লিঙ্ক করাতে গেলেই এবার থেকে গুনতে হবে ১০০০ টাকা; রইল সেই জরিমানা দেওয়ার পদ্ধতি!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Pan Aadhaar Linking: প্যান এবং আধার লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৩১ মার্চ করেছে শীর্ষ ট্যাক্স বোর্ড।
#নয়াদিল্লি: এবার থেকে প্যান এবং আধার লিঙ্ক (PAN-Aadhaar linking) করার জন্য গুনতে হবে দ্বিগুণ জরিমানা (Fine)। আসলে প্যান এবং আধার লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৩১ মার্চ করেছে শীর্ষ ট্যাক্স বোর্ড। তবে এই সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক করার ক্ষেত্রে নির্দিষ্ট হারে জরিমানা গুনতে হবে।
গত ৩০ জুন পর্যন্ত প্যান-আধার লিঙ্ক করার জন্য জরিমানা দিতে হচ্ছিল ৫০০ টাকা। কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) নির্দেশ অনুসারে, ১ জুলাই থেকে বদলে গিয়েছে সেই নিয়ম। আর এবার থেকে তাই এই জরিমানা দ্বিগুণ অর্থাৎ ১০০০ টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ যাঁরা এখনও প্যান-আধার লিঙ্ক করাতে পারেননি, তাঁদের এবার থেকে সেই লিঙ্ক করাতে গেলে দ্বিগুণ জরিমানা অর্থাৎ ১০০০ টাকা করে দিতে হবে।
advertisement
advertisement
আয়কর পোর্টালের মাধ্যমে কীভাবে দিতে হবে প্যান-আধার লিঙ্কিং ফি?
যদি বর্তমানে কেউ প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে চান, তা-হলে তাঁদের ১০০০ টাকা জরিমানা দিতে হবে। এনএসডিএল (NSDL) পোর্টালের মাধ্যমে চালান নম্বর আইটিএনএস (ITNS) ২৮০-এর অধীনে দিতে হবে লেট লিঙ্কিং ফি। ডিএসকে লিগ্যালের অংশীদার, শরৎ চন্দ্রশেখর বলেছেন, “আয়কর বিভাগের ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্কের ওয়েবসাইটে উপলব্ধ ই-পেমেন্টের মাধ্যমে মেজর হেড ০০২১ (কোম্পানি ব্যতীত আয়কর) ও মাইনর হেড ৫০০ (অন্যান্য রসিদ) -এর সঙ্গে চালান নম্বর আইটিএনএস (ITNS) ২৮০-এর অধীনে লেট ফি দেওয়া যেতে পারে।“
advertisement
আধার-প্যান লিঙ্কিংয়ের ক্ষেত্রে লেট ফি (Late Fee) দেওয়ার উপায়:
advertisement
advertisement
প্যান-আধার লিঙ্ক না-করা থাকলে কী হবে?
প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে দিয়েছে সিবিডিটি। আর এই লিঙ্ক করা বাধ্যতামূলক। চন্দ্রশেখর বলেছেন, “যদি কোনও ব্যক্তি ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে আধারকে প্যানের সঙ্গে লিঙ্ক না-করান, তবে সেই ব্যক্তির প্যান কার্ড অকার্যকর হয়ে যেতে পারে। ২০২৩ সালের ৩১ মার্চের পর থেকে অন্যান্য বিষয়ের পাশাপাশি সেই ব্যক্তি আর্থিক লেনদেনও করতে পারবেন না।”
Location :
First Published :
July 19, 2022 7:02 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar-Pan Linking: আধার-প্যান লিঙ্ক করাতে গেলেই এবার থেকে গুনতে হবে ১০০০ টাকা; রইল সেই জরিমানা দেওয়ার পদ্ধতি!