Flower Cultivation: বাহারি এই ফুল চাষে বিপুল লাভ করতে পারবেন কৃষকরা !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Flower Cultivation: সাধারণ অন্যান্য ফুল চাষের চাইতে এই ফুলের বাজারে চাহিদা থাকে বেশি। তাই কৃষক লাভের মুখ বেশি দেখতে পারেন।
তুফানগঞ্জ: চাষ আবাদে বর্তমান সময়ে নতুন প্রজন্মের চাষিরা আগ্রহ প্রকাশ করেছে। তবে বহু চাষি সাধারণ চাষের চাইতে ফুল চাষে আগ্রহ প্রকাশ করে থাকেন। তবে যেই ফুল চাষ করলে লাভ হবে বেশি মাত্রায়। সেই বিষয়টি চাষের আগে জেনে নেওয়া ভাল। এমনই এক বিশেষ ফুল চাষের মধ্যে লাভের মাত্রা থাকে অনেকটা বেশি পরিমাণে। এই বিশেষ ফুল চাষ হল অর্কিড ফুল চাষ। সাধারণ অন্যান্য ফুল চাষের চাইতে এই ফুলের বাজারে চাহিদা থাকে বেশি। তাই কৃষক লাভের মুখ বেশি দেখতে পারেন।
দীর্ঘ সময় ধরে অর্কিড ফুল চাষের সঙ্গে যুক্ত তুফানগঞ্জের এক ব্যক্তি। অর্কিড ফুল বাগানে মালিক সমীর কুমার দত্ত জানান, “দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে তিনি এই চাষের সঙ্গে যুক্ত। করোনা কালের লকডাউনের আগে থেকে এই চাষ করছেন তিনি। এই চাষ করতে একটাই সমস্যা হয়। প্রথম দুই থেকে তিন বছর পর্যন্ত বাগানের ফুলের ফলন ভাল হয়। তারপর বাগানের ফুল ফোটার পরিমাণ কমে আসে। তাই বাগানের চারা পরিবর্তন করতে হয় সেই সময়ের পর। তবে এই ফুল টানা একমাস পর্যন্ত সতেজ থাকে।”
advertisement
advertisement
তিনি আরোও জানান, “এক একটি অর্কিড ফুল প্রায় ২০ টাকা দামে বাজারজাত করা সম্ভব। তাই লাভ থাকে এই ফুল চাষে বেশ অনেকটাই ভাল পরিমাণ। তবে অন্যান্য ফুল গাছের মতন এই চাষ করতে ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার হয় না। এই চাষ করতে প্রয়োজন হয় স্প্রিংকলার সিস্টেম। কারণ, এটি ফুল চাষের জন্য বৃষ্টিপাতের মতো জল সরবরাহ প্রদান করে। এতে গাছের ফলন ভাল হয়। এছাড়া জল অপচয় কম হয় অনেকটাই। তবে বেশ কিছু সময় এই চাষের ক্ষেত্রে ফাঙ্গিসাইট, পেস্টিসাইট স্প্রে করার প্রয়োজন হয়।”
advertisement
আরও পড়ুন: এই ৫ নগদ লেনদেনের জন্য আয়কর বিভাগ থেকে নোটিস পেতে পারেন, সতর্ক থাকুন, বিশদে জানুন ভুল হওয়ার আগেই
বর্তমান সময়ে এই ফুল চাষ বেশ অনেকটাই লাভজনক। তবে কোচবিহারে এখনোও পর্যন্ত সেরকম ভাবে এই অর্কিড ফুল চাষ শুরু হয়নি। তাই বহু কৃষক এই ফুল চাষে আগ্রহ প্রকাশ করছেন। তবে এই ফুল চাষ করতে হলে কৃষি দফতর থেকে জরুরী পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। তবেই এই চাষ করে অনেকটা বেশি লাভ সহজে করা সম্ভব হবে।
advertisement
Sarthak Pandit
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2025 7:35 PM IST