Fixed Deposit Interest Rate: রেপো রেট বাড়ার পর ফিক্সড ডিপোজিটে সুদের হার কতটা বাড়ল? দেখে নিন এক ঝলকে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Fixed Deposit Interest Rate: এখানে SBI-এর সঙ্গে তুলনামূলক একটি তালিকায় ICICI ব্যাঙ্ক এবং PNB-র সুদের হার দেখানো হল।
#নয়াদিল্লি: সারা দেশে পরিবর্তন হচ্ছে সুদের হারে। RBI-এর ‘Monetary Policy Committee’ রেপো রেট বাড়িয়েছে ৯০ বেসিস পয়েন্ট (basis points)। একমাসের মধ্যে দু’দফায় এই বৃদ্ধি ঘটেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভারতের মুদ্রাস্ফীতিতে লাগাম পরাতে এই পদক্ষেপ করার প্রয়োজন ছিল। তারপর থেকেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলি তাদের ঋণের উপর সুদের হার বাড়িয়ে চলেছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank), আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) মতো ব্যাঙ্কগুলি তাদের তহবিলের উচ্চ ‘মার্জিনাল কস্ট’ (marginal cost) সামাল দিতে সুদের হার বৃদ্ধি করছে। এখানে SBI-এর সঙ্গে তুলনামূলক একটি তালিকায় ICICI ব্যাঙ্ক এবং PNB-র সুদের হার দেখানো হল (Fixed Deposit Interest Rate)।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর FD–তে সুদের হার (২ কোটি টাকার নিচে):
৭ থেকে ১৪ দিন: সাধারণের জন্য – ২.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৪০ শতাংশ
advertisement
১৫ থেকে ২৯ দিন: সাধারণের জন্য – ২.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৪০ শতাংশ
advertisement
৩০ থেকে ৪৫ দিন: সাধারণের জন্য – ২.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৪০ শতাংশ
৪৬ থেকে ৬০ দিন: সাধারণের জন্য – ৩.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৪০ শতাংশ
৬১ থেকে ৯০ দিন: সাধারণের জন্য – ৩.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৪০ শতাংশ
৯১ থেকে ১২০ দিন: সাধারণের জন্য – ৩.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৪০ শতাংশ
advertisement
৬ মাস ১ দিন থেকে ৯ মাস: সাধারণের জন্য – ৪.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৯০ শতাংশ
৯ মাস ১ দিন থেকে এক বছরের কম: সাধারণের জন্য – ৪.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৯০ শতাংশ
১ বছর: সাধারণের জন্য – ৪.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৯০ শতাংশ
১ বছর ১ দিন থেকে ২ বছর: সাধারণের জন্য – ৪.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৯০ শতাংশ
advertisement
১ বছর ১ দিন থেকে ৩ বছর: সাধারণের জন্য – ৫.২০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৭০ শতাংশ
৩ বছর ১ দিন থেকে ৫ বছর: সাধারণের জন্য – ৫.৪৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৯৫ শতাংশ
৫ বছর ১ দিন থেকে ১০ বছর: সাধারণের জন্য – ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৬.৩০ শতাংশ (Fixed Deposit Interest Rate)
advertisement
PNB-এর FD-তে সুদের হার (২ কোটি টাকার নিচে):
৭ থেকে ১৪ দিন: সাধারণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৫০ শতাংশ
১৫ থেকে ২৯ দিন: সাধারণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৫০ শতাংশ
advertisement
৩০ থেকে ৪৫ দিন: সাধারণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৫০ শতাংশ
৪৬ থেকে ৯০ দিন: সাধারণের জন্য – ৩.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৭৫ শতাংশ
৯১ থেকে ১৭৯ দিন: সাধারণের জন্য – ৪.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৫০ শতাংশ
৯১ থেকে ১৭৯ দিন: সাধারণের জন্য – ৪.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৫০ শতাংশ
advertisement
১৮০ থেকে ২৭০ দিন: সাধারণের জন্য – ৪.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.০০ শতাংশ
২৭১ থেকে ১ বছর: সাধারণের জন্য – ৪.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.০০ শতাংশ
১ বছর: সাধারণের জন্য – ৫.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৬০ শতাংশ
১ বছরের উপর থেকে ২ বছর: সাধারণের জন্য – ৫.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৬০ শতাংশ
২ বছরের উপর থেকে ৩ বছর: সাধারণের জন্য – ৫.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৬০ শতাংশ
৩ বছরের উপর থেকে ৫ বছর: সাধারণের জন্য – ৫.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৭৫ শতাংশ
৫ বছরের উপর থেকে ১০ বছর: সাধারণের জন্য – ৫.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৭৫ শতাংশ
ICICI ব্যাঙ্কের FD-তে সুদের হার (২ কোটির নিচে):
৭ থেকে ১৪ দিন: সাধারণের জন্য – ২.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.০০ শতাংশ
১৫ থেকে ২৯ দিন: সাধারণের জন্য – ২.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.০০ শতাংশ
৭ থেকে ১৪ দিন: সাধারণের জন্য – ২.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.০০ শতাংশ
৩০ থেকে ৪৫ দিন: সাধারণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৫০ শতাংশ
৪৬ থেকে ৬০ দিন: সাধারণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৫০ শতাংশ
৬১ থেকে ৯০ দিন: সাধারণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৫০ শতাংশ
৯১ থেকে ১৮৪ দিন: সাধারণের জন্য – ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.০০ শতাংশ
১৮৫ থেকে ২৮৯ দিন: সাধারণের জন্য – ৪.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৯০ শতাংশ
২৯০ দিন থেকে এক বছরের কম: সাধারণের জন্য – ৪.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.০০ শতাংশ
১ বছর থেকে ২ বছর: সাধারণের জন্য – ৫.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৬০ শতাংশ
২ বছর ১ দিন থেকে ৩ বছর: সাধারণের জন্য – ৫.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৯০ শতাংশ
৩ বছর ১ দিন থেকে ৫ বছর: সাধারণের জন্য – ৫.৬০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৬.১০ শতাংশ
৫ বছর ১ দিন থেকে ১০ বছর: সাধারণের জন্য – ৫.৭৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৬.৫০ শতাংশ (Fixed Deposit Interest Rate)
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 10, 2022 7:15 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fixed Deposit Interest Rate: রেপো রেট বাড়ার পর ফিক্সড ডিপোজিটে সুদের হার কতটা বাড়ল? দেখে নিন এক ঝলকে!