Fixed Deposit Interest Rate: রেপো রেট বাড়ার পর ফিক্সড ডিপোজিটে সুদের হার কতটা বাড়ল? দেখে নিন এক ঝলকে!

Last Updated:

Fixed Deposit Interest Rate: এখানে SBI-এর সঙ্গে তুলনামূলক একটি তালিকায় ICICI ব্যাঙ্ক এবং PNB-র সুদের হার দেখানো হল।

ফিক্সড ডিপোজিটে সুদের হার কতটা বাড়ল
ফিক্সড ডিপোজিটে সুদের হার কতটা বাড়ল
#নয়াদিল্লি: সারা দেশে পরিবর্তন হচ্ছে সুদের হারে। RBI-এর ‘Monetary Policy Committee’ রেপো রেট বাড়িয়েছে ৯০ বেসিস পয়েন্ট (basis points)। একমাসের মধ্যে দু’দফায় এই বৃদ্ধি ঘটেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভারতের মুদ্রাস্ফীতিতে লাগাম পরাতে এই পদক্ষেপ করার প্রয়োজন ছিল। তারপর থেকেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলি তাদের ঋণের উপর সুদের হার বাড়িয়ে চলেছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank), আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) মতো ব্যাঙ্কগুলি তাদের তহবিলের উচ্চ ‘মার্জিনাল কস্ট’ (marginal cost) সামাল দিতে সুদের হার বৃদ্ধি করছে। এখানে SBI-এর সঙ্গে তুলনামূলক একটি তালিকায় ICICI ব্যাঙ্ক এবং PNB-র সুদের হার দেখানো হল (Fixed Deposit Interest Rate)।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর FD–তে সুদের হার (২ কোটি টাকার নিচে):
৭ থেকে ১৪ দিন: সাধারণের জন্য – ২.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৪০ শতাংশ
advertisement
১৫ থেকে ২৯ দিন: সাধারণের জন্য – ২.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৪০ শতাংশ
advertisement
৩০ থেকে ৪৫ দিন: সাধারণের জন্য – ২.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৪০ শতাংশ
৪৬ থেকে ৬০ দিন: সাধারণের জন্য – ৩.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৪০ শতাংশ
৬১ থেকে ৯০ দিন: সাধারণের জন্য – ৩.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৪০ শতাংশ
৯১ থেকে ১২০ দিন: সাধারণের জন্য – ৩.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৪০ শতাংশ
advertisement
৬ মাস ১ দিন থেকে ৯ মাস: সাধারণের জন্য – ৪.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৯০ শতাংশ
৯ মাস ১ দিন থেকে এক বছরের কম: সাধারণের জন্য – ৪.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৯০ শতাংশ
১ বছর: সাধারণের জন্য – ৪.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৯০ শতাংশ
১ বছর ১ দিন থেকে ২ বছর: সাধারণের জন্য – ৪.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৯০ শতাংশ
advertisement
১ বছর ১ দিন থেকে ৩ বছর: সাধারণের জন্য – ৫.২০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৭০ শতাংশ
৩ বছর ১ দিন থেকে ৫ বছর: সাধারণের জন্য – ৫.৪৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৯৫ শতাংশ
৫ বছর ১ দিন থেকে ১০ বছর: সাধারণের জন্য – ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৬.৩০ শতাংশ (Fixed Deposit Interest Rate)
advertisement
PNB-এর FD-তে সুদের হার (২ কোটি টাকার নিচে):
৭ থেকে ১৪ দিন: সাধারণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৫০ শতাংশ
১৫ থেকে ২৯ দিন: সাধারণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৫০ শতাংশ
advertisement
৩০ থেকে ৪৫ দিন: সাধারণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৫০ শতাংশ
৪৬ থেকে ৯০ দিন: সাধারণের জন্য – ৩.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৭৫ শতাংশ
৯১ থেকে ১৭৯ দিন: সাধারণের জন্য – ৪.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৫০ শতাংশ
৯১ থেকে ১৭৯ দিন: সাধারণের জন্য – ৪.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৫০ শতাংশ
advertisement
১৮০ থেকে ২৭০ দিন: সাধারণের জন্য – ৪.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.০০ শতাংশ
২৭১ থেকে ১ বছর: সাধারণের জন্য – ৪.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.০০ শতাংশ
১ বছর: সাধারণের জন্য – ৫.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৬০ শতাংশ
১ বছরের উপর থেকে ২ বছর: সাধারণের জন্য – ৫.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৬০ শতাংশ
২ বছরের উপর থেকে ৩ বছর: সাধারণের জন্য – ৫.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৬০ শতাংশ
৩ বছরের উপর থেকে ৫ বছর: সাধারণের জন্য – ৫.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৭৫ শতাংশ
৫ বছরের উপর থেকে ১০ বছর: সাধারণের জন্য – ৫.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৭৫ শতাংশ
ICICI ব্যাঙ্কের FD-তে সুদের হার (২ কোটির নিচে):
৭ থেকে ১৪ দিন: সাধারণের জন্য – ২.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.০০ শতাংশ
১৫ থেকে ২৯ দিন: সাধারণের জন্য – ২.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.০০ শতাংশ
৭ থেকে ১৪ দিন: সাধারণের জন্য – ২.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.০০ শতাংশ
৩০ থেকে ৪৫ দিন: সাধারণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৫০ শতাংশ
৪৬ থেকে ৬০ দিন: সাধারণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৫০ শতাংশ
৬১ থেকে ৯০ দিন: সাধারণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৩.৫০ শতাংশ
৯১ থেকে ১৮৪ দিন: সাধারণের জন্য – ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.০০ শতাংশ
১৮৫ থেকে ২৮৯ দিন: সাধারণের জন্য – ৪.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৪.৯০ শতাংশ
২৯০ দিন থেকে এক বছরের কম: সাধারণের জন্য – ৪.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.০০ শতাংশ
১ বছর থেকে ২ বছর: সাধারণের জন্য – ৫.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৬০ শতাংশ
২ বছর ১ দিন থেকে ৩ বছর: সাধারণের জন্য – ৫.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৫.৯০ শতাংশ
৩ বছর ১ দিন থেকে ৫ বছর: সাধারণের জন্য – ৫.৬০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৬.১০ শতাংশ
৫ বছর ১ দিন থেকে ১০ বছর: সাধারণের জন্য – ৫.৭৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য- ৬.৫০ শতাংশ (Fixed Deposit Interest Rate)
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fixed Deposit Interest Rate: রেপো রেট বাড়ার পর ফিক্সড ডিপোজিটে সুদের হার কতটা বাড়ল? দেখে নিন এক ঝলকে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement