Jamaishosthi Liquor Sale: সুরাপানে চমক 'জামাইদের'! জামাইষষ্ঠীতে রাজ্যে রেকর্ড মদ বিক্রি! এগিয়ে কোন জেলা?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Jamaishosthi Liquor Sale: একে শাশুড়ি-জামাইদের বিশেষ দিন, তার ওপর এই বছর জামাইষষ্ঠী রবিবারে পড়ায় ছিল বাড়তি উৎসাহও। আর তারই জেরে চলতি বছরের জামাইষষ্ঠীর দিন রাজ্যে এক অভিনব রেকর্ড তৈরি হল।
advertisement
advertisement
জানা গিয়েছে, বিশেষ এই দিনে বিপুলহারে মদ বিক্রি হয়েছে রাজ্যে। সেই সংক্রান্ত বিস্তারিত পরিসংখ্যানও সামনে এসেছে। এদিকে, এই পরিমান মদ বিক্রির ঘটনা অবাক করেছে আবগারি দফতরের আধিকারিকদেরও। মদ বিক্রির নিরিখে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। অর্থাৎ, শহর কলকাতাকেও পিছনে ফেলে দিয়েছে এই জেলাটি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রাজ্য আবগারি শুল্ক কমিয়ে দেওয়ায় রাজ্যে মদের দাম অনেকটাই কমে গিয়েছে। বলা ভালো, বিলিতি মদ এখন মধ্যবিত্তর অনেকটাই নাগালের মধ্যে চলে এসেছে। কিন্তু, তারপরও সাধারণ মানুষের মধ্যে দেশি মদের চাহিদা লক্ষ্য করা গিয়েছে। অন্ততপক্ষে আবগারি দফতরের পরিসংখ্যান থেকেই তা বেশ স্পষ্ট। আর তার জেরেই শুধুমাত্র জামাইষষ্ঠীতেই রেকর্ড পরিমাণ মদ বিক্রি হল রাজ্যে। যা দেখে চোখ কপালে উঠছে দফতরের কর্তাদের।
advertisement