Share Market News: মাত্র কয়েক মাসে এই ৫টি পেনি স্টক বিপুল পরিমাণ মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের!
Last Updated:
এমন ৫টি শেয়ারের বিষয়ে আলোচনা করা হল, যা ৫ মাসের মধ্যে বিনিয়োগকারীদের ৬০০ শতাংশ থেকে ২৭০০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে।
#নয়াদিল্লি: কম সময়ে দ্রুত গতিতে ভালো মুনাফা আয়ের অন্যতম ভালো মাধ্যম হল শেয়ার বাজার (Share Market)। স্টক মার্কেটে যেমন বেশি ঝুঁকি রয়েছে, ঠিক একই ভাবে রিটার্নের সম্ভাবনাও খুবই বেশি। যদি সঠিক সময়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ করা হয়, তবে মাত্র কয়েক মাসের মধ্যে ১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে। তবে এই ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই বেশি থাকে এবং এমনকী সমস্ত অর্থ ডুবে লোকসান পর্যন্ত হতে পারে।
এই প্রতিবেদনে এমন ৫টি শেয়ারের বিষয়ে আলোচনা করা হল, যা ৫ মাসের মধ্যে বিনিয়োগকারীদের ৬০০ শতাংশ থেকে ২৭০০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে।
কাইসার কর্পোরেশন (Kaiser Corporation)
advertisement
এই কোম্পানির দুটি ডিভিশন রয়েছে। এর মধ্যে একটি হল প্লাস্টিক ডিভিশন। যেখানে প্লাস্টিকের সামগ্রী বানানো হয়। আর দ্বিতীয় বিভাগটি হল প্রিন্টিং ডিভিশন বা মুদ্রণের বিভাগ। যেখানে কোয়ালিটি প্রিন্টিং, ম্যানুফ্যাকচারিং ও কার্টনও বানানো হয়। চলতি বছরের শুরুর দিকে ৩ জানুয়ারিতে এই স্টকের মূল্য ২.৯২ টাকা ছিল, যা বেড়ে গিয়ে ৮৩.৪০ টাকায় পৌঁছয়। অর্থাৎ, যাঁরা এই বছর বিনিয়োগ করেছিলেন, তাঁরা মাত্র ৫ মাসে ২৩৫৬ শতাংশ রিটার্ন পেয়েছেন।
advertisement
আরও পড়ুন: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফের রেপো রেট বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক! জনসাধারণের উপরে কী প্রভাব?
হেমাং রিসোর্সেজ (Hemang Resources)
মেটাল কোম্পানি হেমাং রিসোর্সেজ তাদের বিনিয়োগকারীদের এই বছর ১৪১৬ শতাংশ রিটার্ন দিয়েছে। বছরের শুরুতে এই স্টকের দাম ছিল ৩.১২ টাকা, যা কয়েক মাসের মধ্যে বৃদ্ধি পেয়ে ৪৭.৩০ টাকায় পৌঁছে গিয়েছে। যদি কোনও বিনিয়োগকারী বছরের শুরুতে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে ৫ মাসের মধ্যে তিনি ১৫.১৬ টাকা রিটার্ন পেয়েছেন।
advertisement
গ্যালপস্ এন্টারপ্রাইজ (GALLOPS ENTERPRISE LIMITED)
এটি হল একটি রিয়েল এস্টেট কোম্পানি। যারা কন্সট্রাকশন, প্রপার্টি ডেভেলপমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং পরিষেবা প্রদান করে। বছরের শুরুতে এই স্টকের দাম ছিল প্রায় ৪.৭৮ টাকা, যা বেড়ে ৫৭.১০ টাকা হয়ে গিয়েছে। এই শেয়ার ৫ মাসের মধ্যে বিনিয়োগকারীদের ১০৯৪ শতাংশ মুনাফা প্রদান করে।
advertisement
অ্যালায়েন্স ইন্টিগ্রেটেড মেটালিক্স (Alliance Integrated Metaliks)
এই কোম্পানির প্রত্যেক শেয়ারের বর্তমান মূল্য ২৯.৩০ টাকা। বছরের শুরুতে এই স্টকের দাম ছিল মাত্র ২.৮৪ টাকা। অর্থাৎ, মাত্র ৫ মাসের ব্যবধানে এই কোম্পানি বিনিয়োগকারীদের ৯৩১.৬৯ শতাংশ রিটার্ন দিয়েছে।
বিএলএস ইনফোটেক লিমিটেড (BLS Infotech Ltd.)
এই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিটি গত ৫ মাসে বিনিয়োগকারীদের ৬৭৪ শতাংশ মুনাফা প্রদান করেছে। বছরের শুরুতে এই কোম্পানির স্টকের দাম ছিল মাত্র ৬৬ পয়সা, যা বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫.১১ টাকা হয়ে গিয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2022 5:37 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Share Market News: মাত্র কয়েক মাসে এই ৫টি পেনি স্টক বিপুল পরিমাণ মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের!