Brinjal Cultivation: জৈব পদ্ধতিতে বেগুন চাষে জোর সুন্দরবন অঞ্চলে

Last Updated:

Brinjal Cultivation: পদ্ধতির ফলে একদিকে যেমন ফলন বেশি হবে অন্যদিকে অল্প সময় থেকেই ফলন পাওয়া যাবে।

+
বেগুন

বেগুন চাষ 

উত্তর ২৪ পরগানা : জৈব পদ্ধতিতে বেগুন চাষে জোর সুন্দরবন অঞ্চলে। বেগুন আগে এক সময় মরশুমি সবজি হিসেবে ধারা হলেও বিশেষ পদ্ধতিতে বর্তমানে বেগুন প্রায় সারা বছর চাষ হচ্ছে। বাজারে এই সবজির চাহিদা রয়েছে। এই প্রজাতির এই ফসলটি খুবই উপকারি। এখন সারা বছরই বাজারে বেগুন পাওয়া যায়।
সেই জন্য উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার অনেক কৃষকদের একটি বড় অংশ এই সময় ধান চাষের পাশাপাশি সবজি হিসেবে বেগুন চাষের দিকে ঝুঁকছেন। বেগুন চাষের জন্য।  বীজ থেকে চারা বের হওয়ার পর মূলত মাটি আলগা করা এবং ঘাস পরিষ্কার করা হয় । গাছ একটু একটু করে বেড়ে ওঠে। গাছ বেড়ে ওঠার এক মাস পর থেকেই শুরু হয় ফল দেওয়ার।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের বরুনহাট এলাকার গ্রামের কৃষক সুকুমার দাস তিনি কয়েক বিঘা জমিতে বেগুন চাষ করেছেন যা একেবারে জৈব পদ্ধতিতে। এই পদ্ধতির ফলে একদিকে যেমন ফলন বেশি হবে অন্যদিকে অল্প সময় থেকেই ফলন পাওয়া যাবে।
advertisement
চিরাচরিত প্রথা অনুযায়ী রাসায়নিক সারের পরিবর্তে এভাবে চাষ প্রথা অনেকটাই লাভজনক বলে জানা যায়। তবে বর্তমানে চাষের কাজে বেশ কিছুটা বাড়তি খরচ হলে সেই পরিমাণে দাম পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ কৃষকের। তবে তিনি বলেন সারা বছরই এই চাষ করে থাকেন তিনি। দুই থেকে আড়াই মাসে ফলন পাওয়া যায়। রাসায়নিক সার কম দিয়ে জৈব সার ব্যবহারের কথা তিনি উল্লেখ করেন।
advertisement
গত কয়েক বছর ধরে তিনি বেগুন চাষ করে লাভবান হয়েছেন বলে জানিয়েছেন। বেশি ফলন ও লাভের আশায় এখন চাষিরা চিরাচরিত ঋতুভিত্তিক চাষ প্রথা ছেড়ে বেগুন চাষে জোর দিচ্ছেন। কৃষকদের উৎপাদিত বেগুন স্থানীয় বাজার থেকে বাজারজাত হয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে।
advertisement
জুলফিকার মোল্লা 
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Brinjal Cultivation: জৈব পদ্ধতিতে বেগুন চাষে জোর সুন্দরবন অঞ্চলে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement