Tomato Cultivation: শীতকালীন টম্যাটো চাষে বিপ্লব ঘটাচ্ছেন সুন্দরবন এলাকার কৃষকরা

Last Updated:

সুন্দরবন এলাকার অনেক কৃষকদের একটি বড় অংশ এ সময় চিরাচরিত চাষপ্রথা ছেড়ে  সবজি হিসাবে টমেটো চাষের দিকে ঝুঁকছেন। 

+
 টমেটো

 টমেটো চাষ 

উত্তর ২৪ পরগনা : শীতকালীন টম্যাটো চাষে বিপ্লব ঘটাচ্ছেন সুন্দরবন এলাকার কৃষকরা। টমেটো আগে এক সময় মরশুমি সবজি হিসাবে ধারা হলেও বিশেষ পদ্ধতিতে বর্তমানে টম্যাটো প্রায় সারাবছর চাষ হচ্ছে। বাজারে এই সবজির চাহিদা রয়েছে। এই প্রজাতির এই ফসলটি খুবই উপকারী। এখন সারা বছরই বাজারে টম্যাটো পাওয়া যায়। তবে শীতকাল এর ফলন অপেক্ষাকৃত একটু বেশি ভাল হয়। সেজন্য উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার অনেক কৃষকদের একটি বড় অংশ এ সময় চিরাচরিত চাষপ্রথা ছেড়ে সবজি হিসাবে টম্যাটো চাষের দিকে ঝুঁকছেন। টম্যাটো চাষের জন্য বীজ থেকে চারা বের হওয়ার পর মূলত মাটি আলগা করা এবং ঘাস পরিষ্কার করা হয় । গাছ একটু একটু করে বেড়ে ওঠে। গাছ বেড়ে ওঠার এক মাস পর থেকেই শুরু হয় ফল দেওয়ার।
উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ এলাকার গ্রামের কৃষক বরুন দাস তিনি কয়েক বিঘা জমিতে টমেটো চাষ করেছেন যা একেবারে জৈব পদ্ধতিতে। এই পদ্ধতির ফলে একদিকে যেমন ফলন বেশি হবে ঠিক তেমনিভাবে অল্প সময় থেকেই ফলন পাওয়া যাবে। চিরাচরিত প্রথা অনুযায়ী রাসায়নিক সারের পরিবর্তে এভাবে চাষ প্রথা অনেকটাই লাভজনক বলে জানা যায়। সুন্দরবন এলাকায় সবজি চাষ কেমন ভাবে দেখা যেত না বিশেষ করে টমেটো জাতীয় সবজির চাষ কেমন ভাবে প্রচলন ছিল না এবার সেই চাষের লাভের দিশা দেখছেন কৃষকরা। উন্নত প্রজাতির বীজের মাধ্যমে সারা বছরই এই চাষ করে থাকেন। দুই থেকে আড়াই মাসে ফলন পাওয়া যায়। রাসায়নিক সার কম দিয়ে জৈব সার ব্যবহারের কথা তিনি উল্লেখ করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: Purba Bardhaman News: বিনা খরচে ডাল শস্য চাষ! বিশেষ পদ্ধতি জানালেন বর্ধমানের এই চাষি 
গত কয়েক বছর ধরে তিনি বেগুন চাষ করে লাভবান হয়েছেন বলে জানিয়েছেন। বেশি ফলন ও লাভের আশায় এখন চাষিরা চিরাচরিত ঋতুভিত্তিক চাষ প্রথা ছেড়ে টম্যাটো চাষে জোর দিচ্ছেন। কৃষকদের উৎপাদিত ফসল স্থানীয় বাজার থেকে বাজারজাত হয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে।পাশাপাশি ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। টম্যাটো চাষ বাড়ছে। উচ্চফলনশীল এ টমেটো চাষের সম্ভাবনাময় এবার সুন্দরবন এলাকাও।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tomato Cultivation: শীতকালীন টম্যাটো চাষে বিপ্লব ঘটাচ্ছেন সুন্দরবন এলাকার কৃষকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement