North 24 Parganas News: ভুট্টা চাষ করে লাভের দিশা দেখছেন বসিরহাটের চাষিরা
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
কৃষি দফতরের সাহায্যে পরীক্ষামূলক ভাবে ভুট্টা চাষও শুরু হয়েছে। এই চাষে লাভের মুখ দেখছেন চাষিরা।
বসিরহাট: পরীক্ষামূলকভাবে ভুট্টা চাষ করে লাভের দিশা দেখছেন বসিরহাটের কৃষকরা। ভুট্টা এমন এক ধরনের চাষ যে চাষে বেশি খরচ নেই, কেবল মাত্র সামান্য জল সার ওষুধের প্রয়োজন হয়। ভুট্টা খাদ্য হিসেবে খুবই ভাল পাশাপাশি ভুট্টার গুণগত মান অত্যন্ত বেশি।
বসিরহাটের জগৎপুরের এক কৃষক ৬ কাঠা জমিতে ভুট্টা চাষ করেছেন পরীক্ষামূলকভাবে। পরবর্তীতে তিনি বড় আকারে এই চাষ শুরু করেন বলে জানান। শুধু ভুট্টার দানা নয়, এবার গাছও বিক্রি করে মুনাফা আসছে। কারণ, ভুট্টা গাছ যে পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাই ধীরে ধীরে ভুট্টা চাষের জনপ্রিয়তাও বাড়ছে জেলা জুড়ে।
advertisement
advertisement
এই এলাকায় সাধারণত ধান,গম,পাট সহ বিভিন্ন চাষ হত। এবার সেখানে কৃষি দফতরের সাহায্যে পরীক্ষামূলকভাবে ভুট্টা চাষও শুরু করেছে। এই চাষে লাভের মুখ দেখছেন চাষিরা। পরীক্ষামূলকভাবে ভুট্টা চাষ করে এবারে ভুট্টা চাষে ফলন ভাল হয়েছে এবং যথেষ্ট লাভবান হবে বলে তিনি জানান।
advertisement
ভূট্টার একাধিক বাজার রয়েছে। সাধারণত, পুড়িয়ে খাবার জন্যও ব্যবহার করা হয়। এছাড়াও ভুট্টা থেকে নানা ধরণের খাবার তৈরি হয়। সব খাবারই প্রোটিনযুক্ত। এ বিষয়ে বসিরহাট-২ ব্লকের কৃষি সহ অধিকর্তা রাজু মন্ডল বলেন, আতমা প্রকল্পের মাধ্যমে চাষীদের নতুন নতুন চাষের মাধ্যমে লাভের পরিমাণ বাড়বে বেশি ফলন বাড়াতে পারবেন এরপরে উপকৃত হবেন কৃষকরা।
advertisement
সব মিলিয়ে ধান গম পাট ইত্যাদি চাষের পর এবার নতুন ছোঁয়ায় কৃষকদের খামারে এবার ভুট্টা চাষ। এই চাষে অন্যান্য ফসলের চেয়ে পরিচর্যা খরচ ও রোগবালাই কম হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
জুলফিকার মোল্যা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2023 7:43 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
North 24 Parganas News: ভুট্টা চাষ করে লাভের দিশা দেখছেন বসিরহাটের চাষিরা