Hooghly News: দ্বিগুণ লাভ করতে চাইছেন ? তাহলে আপনিও শুরু করতে পারেন থাইল্যান্ড পিং এঁচোড়ের চাষ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
থাইল্যান্ড পিং এঁচোড় চাষ করে লাভের পথ দেখছে চাষিরা ৷
হুগলি: থাইল্যান্ড পিং এঁচোড় চাষ করে ব্যাপক লাভের পথ দেখছে চাষিরা। হুগলির গোঘাটের শ্যামবাজার এলাকায় এঁচোড় চাষ করেছে হারাধন মন্ডল।জানা যায় প্রতিবছরই গাছেতে দেখা যায় এঁচোড়।থাইল্যান্ড পিং এঁচোড় খুব একটা বড় না, হয়ে মাঝারি আকারের । বাজারে আস্তে আস্তে ব্যাপক হারে চাহিদা বাড়ছে। এই এঁচোড় স্বাভাবিক ভাবি ৫০০ থেকে ৭০০ ওজনের মধ্যে হয়। চাষিদের দাবি অন্যান্য চাষের থেকে থাইল্যান্ড পিং এঁচোড় চাষ করলেও দ্বিগুণ পরিমাণের লাভের পথ দেখবে।
advertisement
এই বিষয়ে হারাধন বাবু বলেন থাইল্যান্ড পিং কাঁঠাল নাম হলেও মূলত কচি এঁচোড়। প্রতিবছরই এই এঁচোড় দেখা যায় গাছে। তিনি বলেন সব সময় পাওয়া যায় বলে লাভ প্রচুর পরিমাণে দেখা যায়।বাজারে এক কিলো এঁচোড় বিক্রি করলে ১২০ টাকা দাম পাওয়া যায়। এর ফলে প্রচুর পরিমাণে চাষ করে ভাল টাকা লাভ করা যাচ্ছে । মূলত বর্ষাকালের সময় একটু বিভিন্ন রোগ দেখা দিলেও কীটনাশক দিয়ে নিয়ন্ত্রণে আনা যায়। স্বাভাবিকভাবে পরিচর্যা খুব একটা করতে হয় না বলেই জানায়। বিশেষত্ব এই গাছটিতে ৬ মাস বয়সের পর থেকে ফল আস্তে শুরু করে। বিশেষ করে এঁচোড় ছোট আকারের বেশিরভাগটাই চাহিদা বেশি।
advertisement
Suvojit Ghosh
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 3:45 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Hooghly News: দ্বিগুণ লাভ করতে চাইছেন ? তাহলে আপনিও শুরু করতে পারেন থাইল্যান্ড পিং এঁচোড়ের চাষ
