মাত্র ৫৯ পয়সায় ১ কিলো পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা!

Last Updated:

কৃষকরা ১ টাকার কমে পেঁয়াজ বিক্রি করলেও শহরে ২০ টাকা দিয়ে ১ কিলোগ্রাম পেঁয়াজ কিনতে হচ্ছে ৷

#নয়াদিল্লি: কিছুদিন আগেও আকাশছোঁয়া ছিল পেঁয়াজের দাম ৷ বেশকিছু জায়গায় ১৫০ থেকে ২০০ টাকা কেজি দামে কিনতে হয়েছিল পেঁয়াজ ৷ অথচ এখন তেলঙ্গনায় মাত্র ৫৯ পয়সায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা ৷ দেশের বিভিন্ন মন্ডিতে গত ১০ দিনে ৫৯ পয়সা থেকে ৩.৫ টাকা প্রতি কিলোগ্রামে দামে বিক্রি হয়েছে পেঁয়াজ ৷ সরকারি ওয়েবসাইটে এই দাম দেওয়া রয়েছে ৷ পেঁয়াজের উৎপাদন থেকে মন্ডি পর্যন্ত নিয়ে যেতে প্রতি কিলোগ্রামে কৃষকদের ন্যূনতম ৮ থেকে ৯ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে ৷ এই হিসেবে পেঁয়াজ বিক্রি হলে সরকার ২০২২ পর্যন্ত কী করে কৃষকদের আয় দ্বিগুণ করবে এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷
কৃষকরা ১ টাকার কমে পেঁয়াজ বিক্রি করলেও শহরে ২০ টাকা দিয়ে ১ কিলোগ্রাম পেঁয়াজ কিনতে হচ্ছে ৷ তাহলে এই ১৯ টাকা কে লাভ করছে ? মার্কেটে কয়েকমাস আগে ১২০ টাকা কিলো পেঁয়াজ যখন বিক্রি হচ্ছিল তখনও এর লাভ কৃষকরা পাচ্ছিল না ৷ এবং এখন যখন ২০ টাকা কিলো বিক্রি হচ্ছে তখনও তারা কোনও লাভ পাচ্ছেন না ৷ এর মূল কারণ হচ্ছে সাপ্লাই চেনে গন্ডগোল ৷
advertisement
advertisement
এর পাশাপাশি স্টোরেজ না থাকা একটি বড় কারণ ৷ যেখানে আলু বা পেঁয়াজ চাষ হয় সেখানে স্টোর নেই ৷ মান্ডিগুলির কাছে স্টোর রয়েছে যার লাভ ব্যবসায়ীরা নিয়ে থাকেন ৷ পেঁয়াজের MSP (Minimum Selling Price) না থাকাও একটা বড় কারণ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৫৯ পয়সায় ১ কিলো পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement