Money Making Tips : ধানের ফলন কম তাই এই বিকল্প চাষ করে লাভের আশায় চাষিরা

Last Updated:

Money Making Tips: সারা বছরই কমবেশি চাহিদা থাকে এই ফসলের, তাই এবার এই বিকল্প চাষের দিকে ঝুকছেন পুরুলিয়ার চাষিরা!

+
ভুট্টা

ভুট্টা চাষ পুরুলিয়া

পুরুলিয়া : মূলত ধান চাষের উপর নির্ভরশীল পুরুলিয়ার চাষিরা।‌ বিকল্প চাষ এই জেলায় খুব কমই হয়। কারণ জেলার বেশিরভাগ জমি এক ফসলী। কিন্তু বর্তমানে সেই গতে বাঁধার ছক ভেঙে বিকল্প চাষের চেষ্টা করছেন অনেকে। এ-বছর সঠিক সময় বৃষ্টি হয়নি। তার ফলে নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে চাষিদের। তাই অন্যান্য চাষের মধ্যে দিয়ে জেলার চাষিরা সামান্য অর্থ লাভের চেষ্টা করছে। আর এই বিকল্প চাষের মধ্যে অনেকখানি জায়গা করে নিয়েছে ভুট্টা চাষ।
এই চাষ করে অনেকখানি লাভের মুখ দেখছেন চাষিরা। এই চাষ বিকল্প হিসাবে যথেষ্টই লাভজনক। কারণ সারা বছরই কমবেশি এই ফসলের যথেষ্ট চাহিদা থাকে। এ বিষয়ে চাষিসন্তোষ মাহাতো বলেন , মোটামুটি ভুট্টার ফলন ভালো হয়েছে। খুব বেশি লাভ না হলেও চাষের খরচ উঠবে। মাটির সৃষ্টি প্রকল্পের মধ্যে সরকারি সহায়তা কিছুটা পাওয়া যায় তাতে তাদের চাষে সুবিধা হয়।
advertisement
advertisement
এরই পাশাপাশি লোকাল যে ভুট্টার চাহিদা রয়েছে সেই মতবীজ এনে তিনি চাষ করেছেন। এ বিষয়ে আরও এক চাষিমৃণাল কান্তি মাহাতো বলেন , তিনি বিকল্প হিসেবে ভুট্টা চাষ করেছেন। ‌ এই চাষে লাভ ভালই হবে এমনটাই আশা রাখছেন তিনি।
advertisement
রুক্ষ লাল মাটির জেলা পুরুলিয়াতে চাষবাস খুব কম হয়। বিকল্প চাষ হিসাবে অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করে। আর এই মরশুমে ভুট্টা চাষ যথেষ্টই লাভজনক হয়ে উঠেছে চাষিদের কাছে। কিছুটা হলেও বাড়তি রোজগারের পথ পাচ্ছেন চাষিরা।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips : ধানের ফলন কম তাই এই বিকল্প চাষ করে লাভের আশায় চাষিরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement