Money Making Tips : ধানের ফলন কম তাই এই বিকল্প চাষ করে লাভের আশায় চাষিরা
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Money Making Tips: সারা বছরই কমবেশি চাহিদা থাকে এই ফসলের, তাই এবার এই বিকল্প চাষের দিকে ঝুকছেন পুরুলিয়ার চাষিরা!
পুরুলিয়া : মূলত ধান চাষের উপর নির্ভরশীল পুরুলিয়ার চাষিরা। বিকল্প চাষ এই জেলায় খুব কমই হয়। কারণ জেলার বেশিরভাগ জমি এক ফসলী। কিন্তু বর্তমানে সেই গতে বাঁধার ছক ভেঙে বিকল্প চাষের চেষ্টা করছেন অনেকে। এ-বছর সঠিক সময় বৃষ্টি হয়নি। তার ফলে নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে চাষিদের। তাই অন্যান্য চাষের মধ্যে দিয়ে জেলার চাষিরা সামান্য অর্থ লাভের চেষ্টা করছে। আর এই বিকল্প চাষের মধ্যে অনেকখানি জায়গা করে নিয়েছে ভুট্টা চাষ।
এই চাষ করে অনেকখানি লাভের মুখ দেখছেন চাষিরা। এই চাষ বিকল্প হিসাবে যথেষ্টই লাভজনক। কারণ সারা বছরই কমবেশি এই ফসলের যথেষ্ট চাহিদা থাকে। এ বিষয়ে চাষিসন্তোষ মাহাতো বলেন , মোটামুটি ভুট্টার ফলন ভালো হয়েছে। খুব বেশি লাভ না হলেও চাষের খরচ উঠবে। মাটির সৃষ্টি প্রকল্পের মধ্যে সরকারি সহায়তা কিছুটা পাওয়া যায় তাতে তাদের চাষে সুবিধা হয়।
advertisement
advertisement
এরই পাশাপাশি লোকাল যে ভুট্টার চাহিদা রয়েছে সেই মতবীজ এনে তিনি চাষ করেছেন। এ বিষয়ে আরও এক চাষিমৃণাল কান্তি মাহাতো বলেন , তিনি বিকল্প হিসেবে ভুট্টা চাষ করেছেন। এই চাষে লাভ ভালই হবে এমনটাই আশা রাখছেন তিনি।
advertisement
আরও পড়ুন: সোনার কয়েন কেনার কথা ভাবছেন? হলুদ ধাতুতে বিনিয়োগের আরও স্মার্ট উপায় রয়েছে, সেগুলো জেনে নিন
রুক্ষ লাল মাটির জেলা পুরুলিয়াতে চাষবাস খুব কম হয়। বিকল্প চাষ হিসাবে অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করে। আর এই মরশুমে ভুট্টা চাষ যথেষ্টই লাভজনক হয়ে উঠেছে চাষিদের কাছে। কিছুটা হলেও বাড়তি রোজগারের পথ পাচ্ছেন চাষিরা।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2024 1:45 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips : ধানের ফলন কম তাই এই বিকল্প চাষ করে লাভের আশায় চাষিরা