Agriculture News: ড্রাম সিডার পদ্ধতিতে ধানচাষেই বিপুল লাভ, খুশি চাষিরা, আপনিও করতে পারেন, জানুন নিয়ম
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Agriculture News: এই পদ্ধতিতে চাষ করার ফলে লেবার খরচ কম লাগছে। এছাড়াও অনেকে তাড়াতাড়ি বীজ রোপণ হয়ে যাচ্ছে। পোকার আক্রমণ কম থাকার পাশাপাশি এই পদ্ধতিতে চাষ করলে জল কম লাগবে। স্বভাবতই জলের খরচ কমে যাবে অনেকটাই।
পূর্ব বর্ধমান: ড্রাম সিডার পদ্ধতিতে সহজেই করতে পারবেন ধান চাষ। কিন্তু কী এই ড্রাম সিডার পদ্ধতি ? কীভাবেই বা এই পদ্ধতির মাধ্যমে ধান চাষ করা হয়? চলুন জেনে নেওয়া যাক।
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ নম্বর ব্লক বীজ খামারের কর্মচারী হেমন্ত দাস জানিয়েছেন, বীজ প্রথমে জলে ভিজিয়ে নিতে হয়, তারপর সেখান থেকে অল্প অঙ্কুর বের হলে সেটাকে শোধন করে নিতে হয়। সেই বীজ ড্রাম সিডারের ড্রামের মধ্যে রাখতে হয়। তারপর চাকাযুক্ত ড্রাম সিডার মেসিন জমির মধ্যে দিয়ে লাইন বরাবর টানলে সেখান থেকে সমান ভাবে বীজ পড়তে থাকে। এবং পরবর্তীতে সেখান থেকে গাছ তৈরি হয়। সাধারণ পদ্ধতির থেকে এই পদ্ধতিতে ধান চাষ অনেক বেশি সুবিধাজনক।
advertisement
পূর্ব বর্ধমানের আউশগ্রাম ১ নম্বর ব্লক বীজ খামারে এই ড্রাম সিডার পদ্ধতির মাধ্যমে চাষ করা হচ্ছে। জানা গিয়েছে, এই পদ্ধতিতে চাষ করার ফলে লেবার খরচ কম লাগছে। এছাড়াও অনেকে তাড়াতাড়ি বীজ রোপণ হয়ে যাচ্ছে। পোকার আক্রমণ কম থাকার পাশাপাশি এই পদ্ধতিতে চাষ করলে জল কম লাগবে। স্বভাবতই জলের খরচ কমে যাবে অনেকটাই।
advertisement
advertisement
বর্তমানে আউশগ্রাম ১ ব্লকে বেশ কিছু চাষি এই পদ্ধতির মাধ্যমে চাষ শুরু করেছেন। এই বিষয়ে বৃন্দাবন আঁকুড়ে নামে এক চাষি বলেন, “এই পদ্ধতিতে ধান চাষ করে আমি খুশি। অল্প সময়ের মধ্যেই বীজ রোপণ করা যাচ্ছে। এছাড়া আমাদের খরচও অনেক কম হচ্ছে।”
advertisement
সবমিলিয়ে সাধারণ পদ্ধতিতে ধান চাষের থেকে এই ড্রাম সিডার পদ্ধতিতে ধান চাষ অনেকটা সুবিধাজনক। লেবার খরচের পাশাপশি কমে যাবে জলের খরচও। এছাড়াও অল্প সময়ের মধ্যে বীজ রোপণ করা যাবে এবং ফলনও পাওয়া যাবে অনেকটা আগে। এই পদ্ধতিতে ধান চাষের জন্য চাষিদের নির্দিষ্ট ব্লকের এডিএ অফিসে যোগাযোগ করতে হবে।
বনোয়ারীলাল চৌধুরী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2024 10:46 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: ড্রাম সিডার পদ্ধতিতে ধানচাষেই বিপুল লাভ, খুশি চাষিরা, আপনিও করতে পারেন, জানুন নিয়ম