ফেসবুককে ৪৩,৫৭৪ কোটি টাকায় ৯.৯৯ শতাংশ শেয়ার বিক্রি করল রিলায়েন্স জিও৷ এর ফলে জিও-র সমস্ত প্ল্যাটফর্মগুলির মূল্যায়ণ দাঁড়ালো ৪.৬২ লক্ষ কোটি টাকা৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দাবি, ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এটাই সবথেকে বড় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ৷ এর পাশাপাশি গোটা বিশ্বে ছোট অংশীদারিত্ব কিনতে এই প্রথম কোনও তথ্যপ্রযুক্তি সংস্থা এই পরিমাণ অর্থ বিনিয়োগ করল বলেও দাবি করেছে রিলায়েন্স৷
ফেসবুকের এই বিনিয়োগের ফলে জিও-র পক্ষে নিজেদের ঋণের বোঝা অনেকটাই কমানো সহজ হবে৷ একই সঙ্গে দ্রুত বাড়তে থাকা এবং সম্ভাবনাময় ভারতীয় বাজারেও নিজেদের উপস্থিতি আরও জোরালো করতে পারবে ফেসবুক৷ ফেসবুকের তরফে জানানো হয়েছে, তাদের নিজস্ব মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের সঙ্গে রিলায়েন্সের ই-কমার্স উদ্যোগ জিওমার্ট-কে সংযুক্ত করে ছোট ব্যবসায়ীদের যুক্ত করার চেষ্টা করা হবে৷
এই গাঁটছড়া সম্পর্কে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানী বলেন, 'যখন ২০১৬ সালে রিলায়েন্স জিও লঞ্চ করা হয়, তখন ভারতের ডিজিটাল সর্বোদয়া-র স্বপ্ন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম৷ ভারতকে গোটা বিশ্বের ডিজিটাল জগতের মধ্যে অগ্রণী স্থানে নিয়ে যাওয়া এবং প্রত্যেক ভারতীয়র জীবনযাপনের মান উন্নত করাই আমাদের লক্ষ্য ছিল৷ ভারতের ডিজিটাল ব্যবস্থাকে আরও প্রসারিত করা এবং স্বার্থে তাতে বদল আনার জন্য ফেসবুককে আমাদের দীর্ঘমেয়াদী সঙ্গী হিসেবে আমরা স্বাগত জানাই৷'
ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গও জানিয়েছেন, এই সংযুক্তির মূল লক্ষ্যই হবে মানুষের জন্য ব্যবসার নতুন নতুন দিগন্ত খুলে দেওয়া এবং ডিজিটাল অর্থনীতিকে আরও বাড়তে সাহায্য করা৷ জিও প্ল্যাটফর্মগুলির সঙ্গে রিলায়েন্স রিটেল লিমিটেড এবং হোয়াটসঅ্যাপের মধ্যেও একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে৷ এর ফলে হোয়াটসঅ্যাপের সাহায্য নিয়ে জিও প্ল্যাটফর্মগুলিতে রিলায়েন্স রিটেলের নতুন ব্যবসাগুলি বৃদ্ধি করতে যেমন সুবিধা হবে, সেরকমই ছোট ছোট ব্যবসায়ীরাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই ব্যবসা বাড়াতে পারবেন বলে দুই সংস্থার তরফেই দাবি করা হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook, FDI, Mukesh Ambani, Reliance Industries Limited, Reliance Jio