EPFO Alert: কোটি কোটি চাকুরিজীবীদের জন্য জরুরি খবর! এই একটা ভুলে খালি হয়ে যেতে পারে আপনার PF অ্যাকাউন্ট

Last Updated:

কীভাবে চেক করবেন পিএফ ব্যালেন্স (How to check my PF Balance?)

#নয়াদিল্লি: ডিজিটাল লেনদেন ও অনলাইন ব্যাঙ্কিং যেমন বেড়েছে তেমনই পাল্লা দিয়ে বেড়েছে সাইবার ফ্রডের ঘটনা ৷ প্রায় দিনই অনলাইন ফ্রডের একাধিক ঘটনা আসতে থাকতে ৷ এবার সাইবার ফ্রডস্টারদের নিশানায় রয়েছে পিএফ অ্যাকাউন্ট (EPFO Alert) ৷ ইপিএফও-র নামে ফোন করে সমস্ত তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা ৷ এই চক্রের ফাঁদে পড়লে এক ঝটকায় আপনার এতদিনের জমানো টাকা খোয়াতে পারেন কয়েক মুহূর্তে ৷
সাবস্ক্রাইবার্সদের ফ্রডের হাত থেকে বাঁচাতে ইপিএফও সময় সময়ে তাদের সতর্ক করতে থাকে ৷ সম্প্রতি EPFO সাবস্ক্রাইবার্সদের সতর্ক করার জন্য একটি অ্যালার্ট (EPFO Alert) জারি করেছে ৷ ট্যুইটে ইপিএফও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনও সদস্যকে ফোন করে ব্যক্তিগত বা ইপিএফও সংক্রান্ত কোনও তথ্য জানতে চাওয়া হয় না ৷ এরকম ফোন এলে অবশ্যই সতর্ক থাকবেন ৷
advertisement
advertisement
ইপিএফও সাইবার ফ্রডের হাত থেকে বাঁচার জন্য অ্যালার্ট (EPFO Alert) জারি করেছে ৷ নিজেদের ওয়েবসাইটে ইপিএফও-র তরফে জানানো হয়েছে, #EPFO কখনও তাদের সাবস্ক্রাইবার্সদের থেকে পার্সোনাল ডিটেল যেমন আধার, PAN, UAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ওটিপি ফোন বা সোশ্যাল মিডিয়ায় জানাতে বলে না ৷ সংস্থার তরফে এরকম গুরুত্বপূর্ণ তথ্য কখনও সোশ্যাল মিডিয়া বা ফোনের মাধ্যমে নেওয়া হয় না ৷ এছাড়া সংস্থার তরফে কখনও ব্যাঙ্কে টাকা জমা রাখার বিষয়েও কিছু বলা হয় না ৷
advertisement
কীভাবে চেক করবেন পিএফ ব্যালেন্স (How to check my PF Balance?)
১. SMS এর মাধ্যমে- আপনার UAN নম্বর ইপিএফও-কাছে রেজিস্টার্ড থাকলে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স মেসেজের মাধ্যমে জানতে পারবেন ৷ এর জন্য 7738299899 নম্বরে EPFOENG UAN লিখে পাঠাতে হবে ৷ ENG হচ্ছে আপনি যে ভাষায় তথ্য পেতে চাইছেন ৷ এই পরিষেবা একাধিক ভাষায় যেমন ইংরেজি, পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়লাম ও বাংলায় পেয়ে যাবেন ৷ পিএফ ব্যালেন্স জানার জন্য আপনার UAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷
advertisement
২. মিসড কলের মাধ্যমে - রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 মিসড কল দিতে হবে ৷ এরপর EPFO-র তরফে মেসেজের মাধ্যমে আপনার পিএফ অ্যাকাউন্টে সংক্রান্ত সমস্ত তথ্য পাঠানো হবে ৷ এর জন্যেও UAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷
৩. ওয়েবসাইটের মাধ্যমে- অনলাইন পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার জন্য EPF পাসবুক পোর্টাল ভিজিট করতে হবে ৷ এই পোর্টালে নিজের UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে ৷ এখানে Download/View Passbook ক্লিক করতে হবে এবং আপনার সামনে পাসবুক খুলে যাবে যেখানে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO Alert: কোটি কোটি চাকুরিজীবীদের জন্য জরুরি খবর! এই একটা ভুলে খালি হয়ে যেতে পারে আপনার PF অ্যাকাউন্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement