Vivo-India ED Charge sheet: Vivo-ইন্ডিয়ার বিরুদ্ধে চিনে বেআইনি লেনদেনের অভিযোগ, প্রথম চার্জশিট ইডি-র
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ED files first chargesheet against Chinese smartphone maker Vivo-India: গত বছরের জুলাই মাসে, ইডি ভিভো-ইন্ডিয়া এবং এর সহযোগী সংস্থাগুলিতে অভিযান চালিয়েছিল, দাবি করেছিল যে চিনা নাগরিক এবং বেশ কয়েকটি ভারতীয় সংস্থা জড়িত একটি বড় অর্থ পাচারের র্যাকেট ফাঁস করেছে।
মুম্বই: চিনা স্মার্টফোন সংস্থা ভিভো এবং আরও কয়েকটি সংস্থারর বিরুদ্ধে মানি লন্ডারিং তদন্তে প্রথম চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ফৌজদারি ধারার অধীনে চার্জশিটে অভিযোগ জমা দেওয়া হয়েছে৷ গত অক্টোবরে এই নিয়ে তদন্তে ইডি, লাভা ইন্টারন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হরি ওম রাই, চিনা নাগরিক গুয়াংওয়েন ওরফে অ্যান্ড্রু কুয়াং এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিতিন গর্গ এবং রাজন মালিককে গ্রেফতার করেছিল।
২০২২ সালে এই নিয়ে তদন্ত শুরু হয়৷ গত বছরের জুলাই মাসে ভিভো-ইন্ডিয়া এবং এর সঙ্গে যুক্ত অনেকের উপর অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ তাঁদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে চিনা নাগরিক এবং বেশ কয়েকটি ভারতীয় কোম্পানি জড়িত একটি বড় মানি লন্ডারিং racket ফাঁস করেছে।
advertisement
advertisement
ইডি-র মতে, চিনা ফোন নির্মাতা সংস্থা ভিভো ২০১৪ সালে ভারতের মাটিতে পা রাখে৷ এরপর ভারতের বিভিন্ন শহরে আরও ১৯টি কোম্পানি স্থাপন করেছিল। এই কোম্পানিগুলির পরিচালক বা শেয়ারহোল্ডার হিসাবে চিনা নাগরিকরাই ছিলেন এবং ভারতে Vivo Mobiles-এর সমগ্র সরবরাহ চেইন নিয়ন্ত্রণ করেছিলেন।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র পক্ষ থেকে বলা হয়েছে যে ২০১৪ এবং ২০২১-এর মধ্যে Vivo, ভারতের বাইরে ১লক্ষ কোটি টাকা পাঠাতে এই সব সংস্থাগুলি ব্যবহার করেছিল।
advertisement
ইডির পক্ষে আরও অভিযোগ করা হয় যে অভিযুক্তরা “ছদ্মবেশে এবং প্রতারণামূলক উপায়ে ভারতে প্রবেশ করে” সারা দেশে একটি বিস্তৃত চিনা-নিয়ন্ত্রিত নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে সরকারকে প্রতারণা করেছে৷ দেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছে”
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 2:28 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Vivo-India ED Charge sheet: Vivo-ইন্ডিয়ার বিরুদ্ধে চিনে বেআইনি লেনদেনের অভিযোগ, প্রথম চার্জশিট ইডি-র