Electricity News: দিনে চার ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ? বিদ্যুৎ দফতরের বড় ঘোষণা

Last Updated:

Paschim Medinipur News: ৩ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কাজ। ততদিন চলবে বিদ্যুতের এই সমস্যা। তবে এই দুমাস লাগাতার সমস্যা হবে না। কারণ এলাকা ভিত্তিক কাজ হলে বাকি এলাকায় বিদ্যুৎ থাকবে।

পশ্চিম মেদিনীপুর: দু মাস ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ! শীতকালীন লাইনের কাজ ও সামগ্রিক পরিচর্যার কারণে বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ পরিষেবা। ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিদ্যুৎ দফতর। দু’মাস ধরে চলবে এই কাজ। স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষের।
বিদ্যুৎ লাইনের কাজ তথা মেরামতির কারণে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চার ঘণ্টা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ দফতর।
advertisement
বিদ্যুত বন্টন সংস্থার বেলদা ডিভিশন এমন বিজ্ঞপ্তি জারি করেছে। একটি স্টেশনের একটি এলাকা ধরে কাজ হবে। ফলে কোথাও সারাদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে না। ছোট ছোট এলাকা ধরে কাজ হবে। তাদের বক্তব্য, ৩ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কাজ। ততদিন চলবে বিদ্যুতের এই সমস্যা। তবে এই দুমাস লাগাতার সমস্যা হবে না। কারণ এলাকা ভিত্তিক কাজ হলে বাকি এলাকায় বিদ্যুৎ থাকবে।
advertisement
প্রসঙ্গত , বেলদা ডিভিশনের আওতায় আছে মোট সাতটি ৩৩ কেভি পাওয়ার স্টেশন। বেলদা, নারায়ণগড়, দাঁতনের খণ্ডরুই, শরশঙ্কা, মোহনপুর, কেশিয়াড়ি, গোপীনাথপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহের এই কেন্দ্রগুলি অবস্থিত। যা কেশিয়াড়ি, নারায়ণগড়, মোহনপুর, দুই দাঁতন-এই পাঁচটি ব্লকে অবস্থিত। এই এলাকাগুলিতে আগামী দুমাস ধরে শীতকালীন মেরামত ও লাইন সংলগ্ন গাছের ডালা ছাঁটাইয়ের কাজ চলবে।
advertisement
আরও দেখুন Video: স্ত্রীর FD অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা উধাও!
এর ফলে মূলত সকাল থেকে দুপুর পর্যন্ত চার ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখতে বাধ্য হচ্ছে দফতর।কেন এই উদ্যোগ ? দফতর জানাচ্ছে, আগামীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা জারি রাখতে ও আগামী বোরো মাস চাষিদের চাষের ক্ষেত্রে যাতে বিদ্যুতের কোনও সমস্যা না হয় সে কারণেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই গত ৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত কেশিয়াড়ি, নারায়ণগড়, বেলদা, খণ্ডরুই কেন্দ্রের একাধিক জায়গায় কাজ হয়েছে। গ্রাহকদের বক্তব্য,” একটানা চারঘন্টা বিদ্যুৎ না থাকায় অনেকটাই সমস্যায় পড়তে হবে।”
advertisement
বেলদা ডিভিশনের ম্যানেজার গৌতম রায় বলেন,” আরও ভাল পরিষেবা দেওয়ার লক্ষ্যে দফতর প্রতিবছর এমন মেরামতের কাজ করে। কোথাও সারাদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে না। প্রয়োজনীয় সময়ের আগেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেরামতের কাজ।”
যদিও দফতর জানাচ্ছে, চারঘণ্টার আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। আগামীদিনে পরিষেবা যাতে ভাল পাওয়া যায় সেই দিকেই তাকিয়ে এখন জেলার মানুষ। সেক্ষেত্রে নির্ধারিত এই দু’মাসের বিদ্যুৎ ঘাটতিও মেনে নিতে রাজি তারা, এমনটাই দাবি বিদ্যুৎ গ্রাহকদের।
advertisement
রঞ্জন চন্দ
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Electricity News: দিনে চার ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ? বিদ্যুৎ দফতরের বড় ঘোষণা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement