Ayodhya Ram Mandir: উদ্বোধন হবে রামমন্দির, পায়ে হেঁটে রওনা মুর্শিদাবাদের ভক্তের

Last Updated:

Bengal Man Travels to Ayodhya Ram Mandir by Walking:বহরমপুরের হাতিনগরের বাসিন্দা বিশ্বম্ভর কণিকা।হাতিনগর এলাকা থেকে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন বিশ্বম্ভর কণিকা নামে ওই ব্যক্তি। 

+
বিশ্বম্ভর

বিশ্বম্ভর কণিকা চলেছেন পায়ে হেঁটে 

মুর্শিদাবাদ: নবাবের জেলা মুর্শিদাবাদ থেকে উত্তরপ্রদেশের অয্যোধা পায়ে হেঁটে রওনা। অযোধ্যায় রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের কাজ চলছে পুরোদমে। ২২শে জানুয়ারি মন্দিরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। তাই বহরমপুর থেকে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন রাম ভক্ত এক ব্যক্তি।
বহরমপুরের হাতিনগরের বাসিন্দা বিশ্বম্ভর কণিকা। হাতিনগর এলাকা থেকে পায়ে হেঁটে অযোধ্যা রওনা দিলেন বিশ্বম্ভর কণিকা নামে ওই ব্যক্তি।দীর্ঘ প্রায় ১৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যায় পৌঁছাতে তাঁর সময় লাগবে আনুমানিক প্রায় ২ মাস। এই দীর্ঘ পথ তিনি অতিক্রম করবেন স্বয়ং রামের কৃপায়, এমনই বলছেন তিনি৷
advertisement
advertisement
সঙ্গে নিয়েছেন নিজের বাড়িতে প্রতিষ্ঠিত হনুমানজির মূর্তিটিও। পথে যেখানে পারবেন সেখানেই বিশ্রাম নেবেন। এমনকি খাবার জুটিয়ে নেবেন। রামমন্দির উদ্বোধনের আগেই তার ইচ্ছা সেখানে পৌঁছানোর।
advertisement
বিশ্বম্ভরের কথায়, হনুমানজীকে রামের সাক্ষাৎ পাইয়ে দিতেই নাকি সুদীর্ঘ এই পদযাত্রার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। রাজ্যবাসী তথা সারা দেশবাসীর মঙ্গল কামনা করে যে ছেলে এই দুর্বিসহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন৷ তাই ছেলের সেই মানসিকতাকে সম্মান জানিয়ে নিজেদের চোখের জলে ছেলেকে বিদায় জানান তাঁর বাবা মা, স্ত্রী সহ প্রতিবেশী ও ওই এলাকার সাধারণ মানুষও।
advertisement
রও পড়ুন Local Business Idea: মাত্র ১২ টাকায় বদলে গেল চাকরি না পাওয়া যুবকের জীবন! গ্রামীণ ব্যবসার নতুন পথ…
অন্যদিকে এই বিষয়টি জানতে পেরে এদিন সকালে তাঁর বাড়িতে সশরীরে হাজির হন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র। বিধায়ক কাঞ্চন মৈত্র জানান, “রাজ্যবাসী তথা সারা দেশবাসীর মঙ্গল কামনায় যিনি এই সুদীর্ঘ পথ পায়ে হেঁটে অযোধ্যা রওনা দিচ্ছেন তাঁকে সর্বোতভাবে সাহায্য করবে ভারতীয় জনতা পার্টি।”
advertisement
কৌশিক অধিকারী
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ayodhya Ram Mandir: উদ্বোধন হবে রামমন্দির, পায়ে হেঁটে রওনা মুর্শিদাবাদের ভক্তের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement