ট্যুইটার থেকে অপসারিত কর্মীদের মাস্কের উপহার, দেওয়া হবে এত মাসের বেতন

Last Updated:

রিপোর্ট অনুযায়ী, ট্যুইটার বরখাস্ত করা কর্মীদের তিন মাসের বেতন দেবে।

#নয়াদিল্লি: ট্যুইটার থেকে কর্মী ছাঁটাইয়ের ঘটনা এখন খবরের শিরোনামে রয়েছে৷ তালিকা প্রকাশ করা না হলেও আমেরিকা থেকে ভারত, সর্বত্র সাধারণ কর্মীরা ভুগছেন আশঙ্কায়, তাঁদের বুঝি চাকরি থেকে অপসারণ করা হবে৷ কিন্তু তার মধ্যেই এক বিশেষ উপহারের কথা ঘোষণা করেছেন এলন মাস্ক৷ এখনও পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে ছাঁটাইয়ের আগে ট্যুইটারে কর্মী সংখ্যা ছিল ৭ হাজার ৫০০৷ এখন সেটা কত হয়, সেটাই দেখার৷
CNBC-TV18 সূত্রে জানা গিয়েছে, ভারতে উপস্থিত ২০০ কর্মচারীর মধ্যে বেশিরভাগকে বরখাস্ত করা হয়েছে। ট্যুইটার তাদের কর্মীদের বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঠিক উৎসবের মরশুমের মুখে, পাশাপাশি সেই সময়ে বিশ্বজুড়ে মন্দাও চলছে৷
advertisement
advertisement
৩ মাসের বেতন পাবেন
রিপোর্ট অনুযায়ী, ট্যুইটার বরখাস্ত করা কর্মীদের তিন মাসের বেতন দেবে। এ ছাড়া যেসব কর্মচারী ওই স্থানে উপস্থিত থাকবেন, তাদের সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। মাস্ক জানিয়েছেন যে চাকরি থেকে অপসারিত কর্মীদের তিন মাসের বেতন দেওয়া হবে। ভারতের কথা বললে, এখানে উপস্থিত কর্মচারীদের দু’মাসের বেতন দেওয়া হবে।
advertisement
কর্মচারীরা এই মেল ​​পেয়েছেন
CNBC-TV18-এর হাতে আসা মেল ​​অনুসারে, ট্যুইটার তার কর্মীদের কাছে যে মেল পাঠাচ্ছে, তাতে লেখা আছে, ‘‘আজ কোম্পানিতে আপনার শেষ দিন। তবে, আপনি ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা না পাওয়া পর্যন্ত ৪ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত ট্যুইটারে থাকবেন।" আপনি বেতন পাবেন।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ট্যুইটার থেকে অপসারিত কর্মীদের মাস্কের উপহার, দেওয়া হবে এত মাসের বেতন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement