মাস্কের ট্যুইটে নমস্তে! মুহূর্তে ভাইরাল ভারতীয় শব্দ, ইতিহাসটা জানা আছে তো?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
ট্যুইটারের মালিকানা গ্রহণ করার পর থেকে প্রতিদিনই তাঁকে নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হচ্ছে। নতুন ট্রেন্ডের জন্ম হচ্ছে। তেমনই ট্রেন্ড হয়ে গিয়েছে 'নমস্তে'।
#কলকাতা: সারা বিশ্বে ছড়িয়ে পড়ল একটি শব্দ- ‘নমস্তে’। যাকে আধুনিক পরিভাষায় বলে ভাইরাল। বাংলায় এই শব্দটির অর্থ নমস্কার। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, খোদ ট্যুইটারের মালিক এলন মাস্ক যখন ‘নমস্তে’ লিখেছেন তখন তা ভাইরাল হতে বেশি সময় লাগার কথা নয়। ফলে তারপর থেকে ট্যুইটারে ‘নমস্তে’ শব্দটি দেড় লাখেরও বেশি বার ট্যুইট করা হয়েছে।
এলন এই শব্দটি ব্যবহার করেছেন একটু অন্য ভাবে, এমনই মনে করছে বিশেষজ্ঞ মহল। ট্যুইটারের নতুন মালিক এলন মাস্ক স্পষ্ট ভাবে বলেছেন যে যাঁরা তাঁর মাইক্রোব্লগিং সাইট পছন্দ করেন না তাঁরা অন্য প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন। এর পরই তিনি একটি ট্যুইট করে লিখেছেন ‘নমস্তে’। সঙ্গে রয়েছে হাত জোড় করা একটি ইমোজিও।
advertisement
advertisement
মাস্ক গত মাসেই ট্যুইটার কিনে নিয়েছিলেন। তারপর থেকে নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে সংস্থাটি। মাস্ক লেখেন, "আশা করি যাঁরা সমালোচক তাঁরা অন্য প্ল্যাটফর্মেই চলে যাবেন, এটি আমার অনুরোধ।" এলন মাস্ক ট্যুইটারের মালিকানা গ্রহণ করার পর থেকে প্রতিদিনই তাঁকে নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হচ্ছে। নতুন ট্রেন্ডের জন্ম হচ্ছে। তেমনই ট্রেন্ড হয়ে গিয়েছে 'নমস্তে'।
advertisement
প্রায় দেড় লাখেরও বেশি বার ট্যুইট করা হয়েছে এই একটি শব্দ। তবে ট্যুইটারে ‘নমস্তে’ শব্দটি যে এই প্রথম নয় ট্রেন্ড হল তা নয়। এর আগে, এমনকী করোনা অতিমারীর সময়েও ‘নমস্তে’-র প্রচুর ট্রেন্ডিং ছিল। আসলে, সেই সময় অতিমারীর কারণে, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছিল স্বাস্থ্য সংস্থার তরফে। তখন একে অপরের সঙ্গে দেখা হলে করমর্দন করে শুভেচ্ছা বিনিময়ের প্রচলন এড়িয়ে যাচ্ছিলেন প্রায় সকলেই। সেখানেই নিরাপদ প্রথা হিসেবে জনপ্রিয়তা পেয়েছিল ভারতীয় নমস্কার বিনিময়ের বিষয়টি।
advertisement
সংস্কৃত থেকে ভারতীয় ভাষায় নমস্তে শব্দটির প্রচলন। এই সম্ভাষণের অর্থ মাথা নত করে অভিবাদন জানানো। ভারতীয় সংস্কৃতিতে, এই শব্দটি উচ্চারণ করা হয় হাত জোড় করে। সম্মানার্থে কারও সামনে ঝোঁকানো হয় মাথা।
বাংলায় হাত জোড় করে নমস্কার বলে সম্ভাষণ বিনিময়ের রীতিও প্রাচীন। নৃত্যাচার্য উদয় শঙ্কর তাঁর শিক্ষার্থীদের মধ্যে হাত জোড় করে নমস্কার বলার প্রথা চালু করেন। এই প্রথা চালু ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে শান্তিনিকেতনেও।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2022 3:55 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাস্কের ট্যুইটে নমস্তে! মুহূর্তে ভাইরাল ভারতীয় শব্দ, ইতিহাসটা জানা আছে তো?

