ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করেছেন? জানুন স্টেটাস দেখার উপায়, কী ভাবে বুঝবেন সব ঠিক আছে কি না?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
অনলাইনে জীবন প্রমাণ ডাউনলোড করার উপায় -
#কলকাতা: জীবন প্রমাণ হল পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট। এটি তাঁদের পেনশন পেতে সাহায্য করে। পেনশন প্রদানকারী অথরিটি ডিজিটাল লাইফ সার্টিফিকেটের মাধ্যমে দেখে নেয়, সেই পেনশনভোগী জীবিত রয়েছেন কি না। এর জন্য পেনশনভীদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই এই ডিজিটাল লাইফ সার্টিফিকেটের স্টেটাস চেক করতে পারেন না এবং তা ডাউনলোড করতে সমস্যায় পড়েন। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
অনলাইনে জীবন প্রমাণ ডাউনলোড করার উপায় -
- এর জন্য জীবন প্রমাণ ওয়েবসাইট খুলতে হবে। তারপর অনলাইনে কয়েকটি স্টেপ ফলো করতে হবে এটি ডাউনলোড করার জন্য।
- নিজেদের মোবাইলে জীবন প্রমাণ অ্যাপ ডাউনলোড করা যেতে পারে। এক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট স্টেপ ফলো করে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এর জন্য সবার প্রথমে জীবন প্রমাণ ওয়েবসাইট খুলতে হবে। সেই ওয়েবসাইটটি হলো https://jeevanpramaan.gov.in।
advertisement
advertisement
- এরপর নিজেদের ইমেল আইডি এবং ক্যাপচা কোড এন্টার করার পর 'I agree to Download' অপশনে ক্লিক করতে হবে।
- এরপর মেল আইডিতে ওটিপি পাঠানো হবে।
- এরপর সেই ওটিপি এন্টার করার পর ডাউনলোড করার অপশন পাওয়া যাবে। এরপর মোবাইল অ্যাপ ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।
- এরপর মেইল আইডিতে ডাউনলোড লিঙ্ক পাঠানো হবে। এরপর সেই লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে সেই অ্যাপ।
advertisement
ডিজিটাল লাইফ সার্টিফিকেটের স্টেটাস চেক এবং ডাউনলোড করার উপায় -
- পেনশনভোগীদের প্রমাণ আইডি জেনারেট হয়ে গেলে, তাঁরা ডিজিটাল লাইফ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে তাঁদের https://jeevanpramaan.gov.in/ppouser/login লিঙ্কে গিয়ে সার্টিফিকেটের পিডিএফ ভার্সন ডাউনলোড করতে হবে। সেখানেই স্টেটাসের উল্লেখ থাকবে।
advertisement
জীবন প্রমাণ বাতিল -
জীবন প্রমাণের ওয়েবসাইট অনুযায়ী পেনশন প্রদানকারী এজেন্সি জীবন প্রমাণ বাতিল করতে পারে। এক্ষেত্রে যদি পেনশনভোগীরা ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে যে কোনও সময় তাঁদের জীবন প্রমাণ বাতিল করা হতে পারে।
জীবন প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য -
জীবন প্রমাণের জন্য পেনশনভোগীদের সঠিক তথ্য দিতে হয়। এক্ষেত্রে তাঁদের আধার নম্বর, নিজেদের নাম, মোবাইল নম্বর ইত্যাদি সঠিক তথ্য দিতে হয়। এছাড়াও পেনশনভোগীদের পেনশন অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের তথ্য এবং পেনশন প্রদানকারী অথরিটির সমস্ত তথ্য দিতে হয়। সঠিকভাবে এই সকল তথ্য দিয়ে থাকলে জীবন প্রমাণ বাতিল করার কোনও সম্ভাবনা থাকে না।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2022 3:13 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করেছেন? জানুন স্টেটাস দেখার উপায়, কী ভাবে বুঝবেন সব ঠিক আছে কি না?