Elon Musk | Coca Cola: ট্যুইটার অতীত, এবার কোকা কোলা কিনবেন এলন মাস্ক! মেশাবেন কোকেন?

Last Updated:

Elon Musk | Coca Cola: ফের শুরু হয়েছে জল্পনা। আর সেই জল্পনার কেন্দ্রে এলন মাস্কেরই একটি ট্যুইট।

কোকা কোলা কিনবেন মাস্ক?
কোকা কোলা কিনবেন মাস্ক?
#নিউইয়র্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে মাইক্রব্লগিং সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ট্যুইটার কিনে নিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী উদ্যোগপতি এলন মাস্ক (Elon Musk to buy Twitter) ৷ তাঁর নগদে দেওয়া ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাবে অবশেষে সম্মতি দিয়েছে ট্যুইটার বোর্ড ৷ আর ট্য়ুইটার জয় করে এবার মাস্কের টার্গেট সফট ড্রিংক সংস্থা কোকা কোলা? ফের শুরু হয়েছে জল্পনা। আর সেই জল্পনার কেন্দ্রে এলন মাস্কেরই একটি ট্যুইট।
advertisement
বৃহস্পতিবার মাস্ক হঠাৎই ট্যুইট করে লিখেছেন, ''এরপর আমি কোকা কোলা কিনতে চলেছি। যাতে ফের এর মধ্যে কোকেন মেশাতে পারি।'' আর মুহূর্তেই ভাইরাল মাস্কের সেই ট্যুইট। ইতিমধ্যেই প্রায় ১৫ লক্ষ মানুষ লাইক করেছেন ট্যুইটটি, রিটুইট হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ বার। যদিও কিছুক্ষণের মধ্যে ফের ট্যুইট করে ট্যুইটারকে মজার জায়গা করে তোলার আহ্বান জানান মাস্ক। তাই অনেকেই মনে করছেন, কোকা কোলায় কোকেন মেশানোর কথা বলে আসলে গোটা বিষয়টি নিয়ে মজাই করেছেন মাস্ক।
advertisement
যদিও অনেকে আবার বলছেন, এমন মজার মোড়কেই বিশ্বের তাবড় সংস্থা কিনে ফেলেন মাস্ক। ট্যুইটারের ক্ষেত্রেও তেমনই হয়েছে। ২০১৭ সালে একই ভাবে টুইটারের দাম জিজ্ঞেস করেছিলেন তিনি। তখন ঠাট্টা মনে হলেও ৫ বছর পর ৪৪০০ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিলেন মাস্ক। প্রমাণ করে দিলেন, হালকা মোড়কে হলেও ব্যবসা নিয়ে আদৌ ঠাট্টা করেন না তিনি।
advertisement
প্রসঙ্গত, আমেরিকার জর্জিয়াতে ১৮৮৬ সালে কোকা কোলার পথ চলা শুরু। জন পেমবার্টন এই সংস্থা তৈরি করেন। সেই সময় কোকা কোলায় কোকেনের একটি রূপ কোকা পাতার নির্যাস ব্যবহার করতেন জন। ১৮৮৭ সালে গৃগস ক্যান্ডেলার এই সংস্থা কিনে নেন। ধীরেধীরে কোকা পাতার ব্যবহার বন্ধ করা হয়। বর্তমানে দুশোটি দেশে রয়েছে কোকা কোলার বিস্তার। পৃথিবীজুড়ে ছড়িয়ে রয়েছে সংস্থার ৯০০টি প্ল্যান্ট। একটি সমীক্ষা অনুযায়ী, বর্তমানে কোকা কোলার মোট বাজারমূল্য ২৮৪০০ কোটি ডলার।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Elon Musk | Coca Cola: ট্যুইটার অতীত, এবার কোকা কোলা কিনবেন এলন মাস্ক! মেশাবেন কোকেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement