Elon Musk Starlink in India: মিলল কেন্দ্রের অনুমতি, স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে ভারতে পা রাখছে ইলন মাস্ক-এর স্টারলিঙ্ক! ব্যবহারের মাসিক খরচ কত?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অনেক দিন ধরেই স্টারলিঙ্ক ভারতে পরিষেবা শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷ আমেরিকার স্যাটলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই এয়ারটেল এবং জিও-র সঙ্গে চুক্তি করেছে স্টারলিঙ্ক৷
নয়াদিল্লি: ভারতে স্যাটেলাইট ইন্টারনেট বা স্যাটকম পরিষেবা দেওয়ার জন্য অবশেষে অনুমতি পেল ইলন মাস্ক-এর সংস্থা স্টারলিঙ্ক৷ সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা পিটিআই৷
এই নিয়ে ভারতে তৃতীয় কোনও সংস্থা স্যাটকম পরিষেবা দেওয়ার অনুমতি পেল৷ এর আগে ইউটেলস্যাট সংস্থার ওয়ান ওয়েব এবং রিলায়েন্স জিও-কে এই অনুমতি দিয়েছিল ভারতের টেলিযোগাযোগ মন্ত্রক৷
পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, টেলিকম মন্ত্রকের এক সূত্র জানিয়েছে ইতিমধ্যেই পরিষেবা দেওয়ার জন্য লাইসেন্স পেয়ে গিয়েছে স্টারলিঙ্ক৷ ১৫-২০ দিনের মধ্যেই পরীক্ষামূলক ব্যবহারের জন্য স্পেকট্রাম বরাদ্দ করা হবে তাদের৷
advertisement
advertisement
ইলন মাস্কের সংস্থা নিরাপত্তা বিষয়ক সব শর্ত পূরণের পরই তাদের লাইসেন্স দেওয়া হয়েছে৷ গত মাসেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্টারলিঙ্কে পরিষেবা শুরুর জন্য লেটার অফ ইনটেন্ট দেওয়া হয়েছিল৷ তবে পরিষেবা শুরুর আগে এখনও ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টারের অনুমতি প্রয়োজন স্টারলিঙ্কের৷ পাশাপাশি, পাকাপাকি ভাবে তাদের স্পেকট্রাম বরাদ্দ করতে হবে কেন্দ্রীয় সরকারকে৷
advertisement
অনেক দিন ধরেই স্টারলিঙ্ক ভারতে পরিষেবা শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷ স্যাটলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই এয়ারটেল এবং জিও-র সঙ্গে চুক্তি করেছে স্টারলিঙ্ক৷
ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর শাখা সংস্থা স্টারলিঙ্ক স্যাটেলাইট নির্ভর হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দেয়৷ লো আর্থ অরবিট (এলইও) স্যাটলাইটের সাহায্যে এই পরিষেবা দেওয়া হয়৷ পৃথিবীর মাত্র ৫৫০ কিলোমিটার এই স্যাটলাইটগুলি সুবিশাল নেটওয়ার্ক তৈরি করেছে স্টারলিঙ্ক৷ গোটা বিশ্ব ইতিমধ্যেই ৭০০০ এলইও স্যাটেলাইট বসিয়েছে স্টারলিঙ্ক৷ ৪০ হাজার এলইও স্যাটেলাইট বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে তারা৷ এই স্যাটেলাইট নির্ভর ইন্টারনেটের সাহায্যে চরম দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলেও নিরবিচ্ছিন্ন ভাবে স্যাটেলাইট পরিষেবা দেওয়া সম্ভব৷ বিশেষত যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতিতে এই ধরনের ইন্টারনেট পরিষেবা বিশেষ ভাবে কাজে লাগে৷
advertisement
স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের কত খরচ?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লোকেশন এবং প্ল্যানের উপরে স্টারলিঙ্কের স্যাটলাইট ইন্টারনেট পরিষেবা ব্যবহারের মাসিক খরচ থাকতে পারে ৩ থেকে ৭ হাজার টাকার মধ্যে৷ এ ছাড়াও গ্রাহক স্যাটেলাইট ইন্টারনেট কিট কিনতে হবে৷ যার মধ্যে থাকবে একটি স্যাটেলাইট ডিশ এবং ওয়াইফাই রাউটার৷ এর দাম পড়বে এককালীন ২০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে৷ তবে দ্য ইকনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী প্রাথমিক ভাবে ভারতে বাজার ধরতে মাসিক ৮৫৭ টাকায় আনলিমিটেড ডেটা দিতে চলেছে ইলন মাস্ক-এর সংস্থা৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 8:27 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Elon Musk Starlink in India: মিলল কেন্দ্রের অনুমতি, স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে ভারতে পা রাখছে ইলন মাস্ক-এর স্টারলিঙ্ক! ব্যবহারের মাসিক খরচ কত?