বাজারে আসছে ইলেকট্রনিক্স মার্টের আইপিও, বিনিয়োগ লাভজনক হবে কি না জেনে নিন

Last Updated:

মানিকন্ট্রোলের একটি প্রতিবেদন অনুসারে, ইস্যু খোলার এক দিন আগে ৩ অক্টোবর গ্রে মার্কেটে ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়ার শেয়ারগুলি একটি দুর্দান্ত প্রিমিয়ামে ব্যবসা করছিল।

#নয়াদিল্লি: মঙ্গলবার, ৪ অক্টোবর বাজারে আসছে কনজিউমার ডিউরেবলস রিটেইল চেইন ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়ার আইপিও। বিনিয়োগকারীরা এই আইপিওর জন্য ৭ অক্টোবর বিড করতে পারবেন। গতকাল শুধুমাত্র অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য এই আইপিও খোলা হয়। কোম্পানি আইপিও-র মাধ্যমে ৫০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে।
দক্ষিণ ভারতে ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়ার রমরমা ব্যবসা। কোম্পানি আইপিও-এর মূল্য ব্যান্ড প্রতি শেয়ার ৫৬-৫৯ টাকা রেখেছে। এই আইপিও নিয়ে বাজার বিশেষজ্ঞরাও ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। এমনকি গ্রে মার্কেটে আইপিওর তালিকাভুক্ত শেয়ারও ভাল সাড়া পাচ্ছে।
ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়ার আইপিও-র ৫০ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত। খুচরো বিনিয়োগকারীদের জন্য থাকছে ৩৫ শতাংশ শেয়ার। একই ভাবে, অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ শেয়ার সংরক্ষিত রাখা হয়েছে। জানা গিয়েছে, আইপিও-র শেয়ার বরাদ্দ হবে ১২ অক্টোবর। শেয়ার বাজারে ১৭ অক্টোবর তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা। কানাড়া ব্যাঙ্ক সিকিউরিটিজ এবং ইন্ডসেক সিকিউরিটিজ আইপিওতে সাবস্ক্রাইব রেটিং দিয়েছে।
advertisement
advertisement
গ্রে মার্কেটে ভাল সাড়া: মানিকন্ট্রোলের একটি প্রতিবেদন অনুসারে, ইস্যু খোলার এক দিন আগে ৩ অক্টোবর গ্রে মার্কেটে ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়ার শেয়ারগুলি একটি দুর্দান্ত প্রিমিয়ামে ব্যবসা করছিল। ইলেকট্রনিক্স মার্টের ইস্যু মূল্য ৫৬-৫৯ টাকা, যেখানে গ্রে মার্কেটে এর তালিকাভুক্ত শেয়ারগুলি ইস্যু মূল্যের উপরে ৩২-৩৩ টাকায় ট্রেড করছে। প্রাথমিকভাবে এই স্টকটি প্রিমিয়ামে লেনদেন করছিল। এর জিএমপি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। যাই হোক, মনে রাখতে হবে, এটি আবশ্যক নয় যে একটি আইপিওর শেয়ার যদি গ্রে মার্কেটে প্রিমিয়ামে লেনদেন হয়, তাহলে শেয়ার বাজারে তাদের তালিকাভুক্তিও প্রিমিয়ামে হওয়া উচিত।
advertisement
দক্ষিণ ভারতে রমরমা বাজার: ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়ার ৩৬টি শহরে ১১২টি স্টোর রয়েছে। এই দোকানগুলির বেশিরভাগই অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং এনসিআর-এ। ২০২১-২২ আর্থিক বছরে, অপারেশন থেকে কোম্পানির রাজস্ব ছিল ৪৩৪৯.২২ কোটি টাকা। যা তার আগের বছরের তুলনায় বেশি। ২০২০-২১ অর্থবর্ষে রাজস্বের পরিমাণ ছিল ৩২০১.৮৮ কোটি টাকা। তবে ২০২১-২২ আর্থিক বছরে বার্ষিক ভিত্তিতে ১০৩.৮৯ কোটি টাকা থেকে নিট মুনাফা ৪০.৬৫ কোটি টাকায় নেমে আসে। যেখানে ২০২২ সালের জুন পর্যন্ত নেট ঋণ ছিল ৪৪৬.৫৪ কোটি টাকা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজারে আসছে ইলেকট্রনিক্স মার্টের আইপিও, বিনিয়োগ লাভজনক হবে কি না জেনে নিন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement