পুজোর মধ্যে সুখবর! হুহু করে দাম কমবে ভোজ্য তেলের; সস্তা হবে সোনা, রুপোও! কী ভাবে

Last Updated:

খোলা বাজারে ভোজ্য তেল এবং সোনা, রুপোর দামও কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পুজোর মুখে সুখবর। আগামীদিনে কমতে চলেছে ভোজ্য তেলের দাম। সস্তা হবে সোনা, রুপোও। কারণ, অপরিশোধিত এবং পরিশোধিত পাম তেল, অপরিশোধিত সয়া তেল এবং সোনার বেস আমদানি মূল্য কমিয়েছে সরকার। এক বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, বিশ্ব বাজারে দাম কমেছে। তার সঙ্গে সাযুজ্য রেখেই আমদানি মূল্য কমানো হল।
মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে এই বিষয়ে বিবৃতি জারি করে কেন্দ্র সরকার। সেই প্রতিবেদন অনুযায়ী, অপরিশোধিত পাম তেলের বেস প্রাইস টন প্রতি ৯৯৬ ডলার থেকে কমিয়ে ৯৩৭ ডলার করেছে সরকার। পাম তেলের বেস প্রাইস কমায় ভোজ্য তেলের দামও কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, এর ভিত্তিতে আমদানিকারককে কত ট্যাক্স দিতে হবে তা নির্ধারণ করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা মণ্ডপ, কেঁদে ফেললেন বিধায়ক!
এছাড়া টন প্রতি আরবিডি পাম তেলের বেস প্রাইস ১,০১৯ ডলার থেকে কমিয়ে ৯৮২ ডলার করা হয়েছে। পামওলিনের বেস প্রাইসও কমানো হয়েছে। এটা আগে টন প্রতি ছিল ১০৩৫ ডলার। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৯৯৮ ডলার। অপরিশধিত সয়া তেলের বেস প্রাইসও ১৩৬২ ডলার থেকে ১২৫৭ ডলারে নেমে এসেছে। নয়া দামে, ১০ গ্রাম সোনার বেস প্রাইস ৫৫৩ ডলার থেকে কমে দাঁড়িয়েছে ৫৪৯ ডলার। কেজি প্রতি রুপো ৬৩৫ ডলার থেকে কমে হয়েছে ৬০৮ ডলার।
advertisement
উল্লেখযোগ্যভাবে, ভারত বিশ্বে ভোজ্য তেল এবং রূপার বৃহত্তম আমদানিকারক এবং সোনার দ্বিতীয় বৃহত্তম গ্রাহক। বাজার বিশেষজ্ঞরা বলছেন, মূল আমদানি মূল্য কমায় শুল্ক কম হয়। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে সোনা-রুপোর দামও কিছুটা কমতে পারে বলে অনুমান করা হচ্ছে।
প্রসঙ্গত, সরকার প্রতি সপ্তাহে ভোজ্যতেল, সোনা ও রুপোর ভিত্তি আমদানি মূল্য সংশোধন করে। এই দামের ভিত্তিতেই একজন আমদানিকারককে কত ট্যাক্স দিতে হবে তা নির্ধারণ করা হয়। এখন থেকে ট্যাক্স কমবে। ফলে খোলা বাজারে ভোজ্য তেল এবং সোনা, রুপোর দামও কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পুজোর মধ্যে সুখবর! হুহু করে দাম কমবে ভোজ্য তেলের; সস্তা হবে সোনা, রুপোও! কী ভাবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement