How To Make Money: বাজারে কাঁঠাল পাতা বিক্রি করেই আয় হচ্ছে হাজার হাজার টাকা !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Money Making Ideas: কাঁঠাল পাতা বিক্রি করেই গ্রামীণ এলাকায় অনেকেই উপার্জন করছেন হাজার হাজার টাকা।
মালদহ: শুধু কাঁঠাল ফল নয় কাঁঠাল পাতা বিক্রি করেও হচ্ছে লক্ষী লাভ। বাজারে শাকসবজির পাশাপাশি বসছে কাঁঠাল পাতার দোকান। আর সেই কাঁঠাল পাতা কিনতেই ভিড় জমছে ক্রেতাদের। কেউ ছাগল তো কেউ পাঁঠার জন্য কিনছেন কাঁঠাল পাতা। আর এই কাঁঠাল পাতা বিক্রি করেই লাভবান হচ্ছেন কাঁঠাল পাতা বিক্রেতারা।
১০ থেকে ৫০ টাকা আটি দরে কাঁঠাল পাতা বিক্রি হচ্ছে বাজারে। কাঁঠাল পাতা বিক্রি করেই দিনে প্রায় ৫০০ থেকে ১০০০ টাকা আয় করে রোজগারের পথ বেছে নিয়েছেন এই কাঁঠাল পাতা বিক্রেতারা। আগে কেউ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন তো আবার কেউ এই কাজেই যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। তবে কাঁঠাল পাতা বিক্রি করেও যে রোজগার করা যায় তা দেখিয়ে দিয়েছেন মালদহের এই কাঁঠাল পাতা বিক্রেতারা।
advertisement
advertisement
মালদহের ইংরেজবাজার ব্লকের মিল্কী গ্রামের বাজারে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ জন বিক্রি করছেন কাঁঠাল পাতা। এক কাঁঠাল পাতা বিক্রেতা শেখ মকবুল জানান, পেটের দায়ে আগে ভিন রাজ্যে নির্মান শ্রমিকের কাজ করতে যেতে হত। এখন এই কাঁঠাল পাতা বিক্রি করে বাড়িতেই রোজগার হচ্ছে।
advertisement
রোজগারের অন্যান্য বিকল্প পথ না থাকলেও গাছের পাতা বিক্রি করেও যে রোজগার সম্ভব তা বুঝিয়ে দিয়েছেন এই কাঁঠাল পাতা বিক্রেতারা। জেলার বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে কাঁঠাল পাতা সংগ্রহ করে এনে বিক্রি করছেন বাজারে। দিনে প্রায় ৫০০ থেকে ১০০০ টাকার আয় করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে রোজগারের পথ দেখাচ্ছেন মালদহের এই কাঁঠাল পাতা বিক্রেতারা।
advertisement
জিএম মোমিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 7:28 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
How To Make Money: বাজারে কাঁঠাল পাতা বিক্রি করেই আয় হচ্ছে হাজার হাজার টাকা !