দুর্দান্ত সুযোগ...! ১০ টাকার নোট দিলেই মিলবে ২৫ হাজার টাকা! কী ভাবে? দেখে নিন 'সঠিক' নিয়ম...

Last Updated:

Trending News: এই প্রতিবেদনে আমরা আপনাকে এমন একটি পদ্ধতিরই হদিস দিতে চলেছি যার সাহায্যে আপনি সহজেই আপনার মোটা টাকা উপার্জনের স্বপ্ন পূরণ করতে পারবেন।

১০ টাকার যেতেই হাজার হাজার টাকা!
১০ টাকার যেতেই হাজার হাজার টাকা!
ট্রেন্ডিং নিউজ : ভাগ্য সবসময় সঙ্গে দেয় না। এই কথা যেমন সত্যি, ঠিক তেমনই এটাও সত্যি জীবনের চাকা কার কখন ঘুরবে তা কারও পক্ষেই জানা সম্ভব নয়। একদিকে যেমন ছোট্ট ভুলে হাতে আসা লক্ষ্মীকে হারাতে হয়, ঠিক তেমনই অনেক ক্ষেত্রে উল্টোটাও হয়। ঠিক সময়ে ঠিক কাজটি ঠিক নিয়মে করে কেউ ছোট্ট কাজেই নিমেষে কামিয়ে ফেলতে পারেন হাজার হাজার, লাখ লাখ টাকা।
আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে এমন একটি পদ্ধতিরই হদিস দিতে চলেছি যার সাহায্যে আপনি সহজেই আপনার মোটা টাকা উপার্জনের স্বপ্ন পূরণ করতে পারবেন।
কেউ হয়তো হঠাৎ কর্মহীন হয়ে পড়েছেন অথবা খরচের সঙ্গে পাল্লা দিয়ে উপযুক্ত পরিমান অর্থ উপার্জন করতে পারছেন না। এই অবস্থায় আপনি নিশ্চয়ই ভাবছেন এই অবস্থায় বেশ খানিকটা টাকা যদি কোনও প্রকারে উপার্জন করা যেত। এমন উপার্জনের উপায় কী আছে কিছু?
advertisement
advertisement
অনেকেরই হয়ত জানা নেই এমন উপায়। জানেন কী পুরোনো টাকার নোটের বদলে টাকা উপার্জন করা সম্ভব? পুরনো ১০ টাকার নোট বেচে ২৫ হাজার টাকা পেতে চান? তা হলে আর দেরি কেন। কয়েনবাজার-এর দেওয়া এই শর্তগুলো মানলেই একেবারে হাতেগরমে ২৫ হাজার টাকা পেয়ে যাবেন।
advertisement
কী সেই শর্ত?
পুরনো সেই ১০ টাকার নোটের এক পিঠে অবশ্যই থাকতে হবে অশোকস্তম্ভ এবং অন্য পিঠে নৌকার ছবি। নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর থাকতে হবে। ’১০ রুপিজ’ এই কথাটা ইংরাজি হরফে লেখা থাকতে হবে নোটের পিছনের পিঠের দুই প্রান্তে।
advertisement
কী ভাবে কয়েন বাজারে সেই নোট বিক্রি করবেন?
প্রথমে কয়েনবাজার ডট কম-এ লগ অন করতে হবে।
তার পর ওই ওয়েবসাইটের হোমপেজে ‘ক্লিক অন রেজিস্ট্রেশন’-এ ক্লিক করে বিক্রেতা হিসেবে নিজের নাম রেজিস্টার করতে হবে।
তার পর বিক্রির জন্য ১০ টাকার নোটের ঠিক মতো ছবি তুলে সেই ছবি ওয়েবসাইটে আপলোড করতে হবে।
advertisement
কয়েনবাজার সেই নোটের বিজ্ঞাপন দেবে।
সেই বিজ্ঞাপন দেখে ক্রেতারা তার পর নোট বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে নেবেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দুর্দান্ত সুযোগ...! ১০ টাকার নোট দিলেই মিলবে ২৫ হাজার টাকা! কী ভাবে? দেখে নিন 'সঠিক' নিয়ম...
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement