UPI Payments: ইউপিআই পেমেন্ট করার সময়ে সাবধান, মুহূর্তের ভুলে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট!
- Published by:Arjun Neogi
Last Updated:
UPI Payments|Reserve Bank Guidelines|Bank Approval|Business: অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হবে ইউপিআই পেমেন্টের সময়, এক নজরে দেখে নেওয়া যাক এই ধরণের জালিয়াতি থেকে বাঁচার উপায়।
#নয়াদিল্লি: ভারতে ক্রমাগত হারে বেড়ে চলেছে ডিজিটাল পেমেন্ট। অনলাইনে বিভিন্ন ধরনের পেমেন্ট অ্যাপের মাধ্যমে করা হচ্ছে যে কোনও ধরনের পেমেন্ট। এর ফলে মানুষের যেমন উপকার হচ্ছে, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতি। এই ধরনের ডিজিটাল পেমেন্ট করার সময় একটু অসতর্ক হলেই ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্কের অ্যাকাউন্ট। এক নজরে দেখে নেওয়া যাক এই ধরণের জালিয়াতি থেকে বাঁচার উপায়।
UPI অ্যাড্রেস শেয়ার করা উচিত নয়
সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য কোনও সময় নিজের UPI অ্যাড্রেস অন্য কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। নিজেদের সেই UPI অ্যাড্রেস নিজেদের ফোন নম্বর, কিউআর কোড অথবা ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস ইত্যাদি কোনও কিছুই হতে পারে। যে কোনও পেমেন্ট অথবা ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন্যকে নিজেদের ইউপিআই অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছানোর অনুমতি দেওয়া উচিত নয়। অনেক সময় ফোন করে বলা হয় যে তারা ব্যাঙ্ক অথবা পেমেন্ট অ্যাপ কোম্পানি থেকে বলছে। এই সকল ফোন করে চাওয়া হয় ডিজিটাল ট্রানজাকশনের সঙ্গে জড়িত বিভিন্ন তথ্য। কিন্তু এই সকল তথ্য কখনও শেয়ার করা উচিত নয়। কারণ এগুলো ফ্রড কল। একটা কথা সবসময় মনে রাখা দরকার যে ব্যাঙ্ক অথবা কোনও পেমেন্ট অ্যাপ থেকে কল করে এই ধরনের তথ্য কখনও চাওয়া হয় না।
advertisement
advertisement
UPI অ্যাপ আপডেট
অনেকেই ডিজিটাল পেমেন্ট করার জন্য যে অ্যাপের ব্যবহার করে থাকে, সেই অ্যাপ সময় মতো আপডেট করতে ভুলে যায়। এই ভুলটি অনেকেই করে থাকে। কিন্তু সবসময় সময় মতো মোবাইলের এই পেমেন্ট অ্যাপ আপডেট করা জরুরি। সবসময় UPI অ্যাপ সহ প্রত্যেকটি মোবাইল অ্যাপ লেটেস্ট ভার্সনে আপগ্রেড করা জরুরি। এর ফলে সেই সকল অ্যাপ বেশি সুরক্ষিত থাকে। অ্যাপের লেটেস্ট ভার্সন আপগ্রেড করা থাকলে অ্যাকাউন্টও সুরক্ষিত থাকে।
advertisement
যে কোনও অ্যাপের ব্যবহার
ডিজিটাল পেমেন্ট করার জন্য যে কোনও পেমেন্ট অ্যাপের ব্যবহার করা উচিত নয়। কারণ এই সকল অ্যাপ ব্যবহার করার সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়ে একটি কথা সবসময় মনে রাখা দরকার যে এই ধরনের ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার সময় কোনও ভুল হলে বা অসুবিধা হলে তাদের হেল্প সেন্টারের সাহায্য নেওয়া দরকার। এই সময়ে অন্য কারও থেকে সাহায্য নেওয়া উচিত নয়।
advertisement
অজানা লিঙ্ক এবং ফেক কল
নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখা দরকার সেটি হল যে কোনও অজানা লিঙ্কে ক্লিক না করা এবং ফেক কলের মাধ্যমে কিছু শেয়ার না করা। মেল অথবা মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠানো হয়। এই সকল অজানা লিঙ্কেই লুকিয়ে রয়েছে বিপদ। এছাড়াও কারও সঙ্গে পিন, ওটিপি এবং অন্যান্য কোনও তথ্য শেয়ার করা উচিত নয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2021 7:49 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
UPI Payments: ইউপিআই পেমেন্ট করার সময়ে সাবধান, মুহূর্তের ভুলে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট!