Potato Harvesting: শেষ হয়নি আলু তোলার কাজ! আবহাওয়ার খামখেয়ালিতে চিন্তায় বহু কৃষক
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
ফসলের ক্ষতি ও সম্ভাব্য লোকসানের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে চাষিদের মধ্যে
কোচবিহার: চলতি বছরে জেলা কোচবিহারের বহু কৃষক আলু চাষ করেছেন। বর্তমান সময়ে চাষ করা সেই আলু তোলার কাজ চলছে জমি থেকে। তবে এখনও পর্যন্ত সমস্ত আলু কৃষকেরা তুলে শেষ করতে পারেননি। বহু আলু মাটির নিচে রয়েছে, আবার কিছু রয়েছে বস্তাবন্দি অবস্থায় মাঠে। তবে কিছু আলু হিমঘরে ঢোকান সম্ভব হয়েছে। সেই আলু নিয়ে চিন্তা নেই আর। বর্তমানে আবহাওয়ার খামখেলিতে চিন্তা বেড়ে উঠেছে কৃষকদের। হালকা বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন এলাকায়। আর তাতেই আলু চাষের ক্ষতির সম্ভাবনা দেখছেন কৃষকেরা।
জেলার এক আলু চাষি রশিদুর মিঞা জানান, “জেলার একাধিক কৃষক এবারের মরসুমে আলু চাষ করছেন। তবে এখনোও সকলের আলু হিমঘরে তোলা সম্ভব হয়নি। ১০০ শতাংশের মধ্যে প্রায় ৪০ শতাংশ আলু সম্ভবত হিমঘরে ঢোকানো সম্ভব হয়েছে। তাইতো এই সময়ে যদি বৃষ্টি দেখা দেয়। তবে আলু চাষের প্রচুর ক্ষতি দেখা দেবে। জমিতে থাকা আলু পচে যাবে এবং আলুর দাম বাজারে সঠিক পাওয়া যাবে না। তাই বেশ অনেকটা চিন্তা কাজ করছে বেশিরভাগ কৃষকদের মধ্যে। তবে যদি বৃষ্টি না হয়, তবে আলুর বাজার এবারে ভাল থাকতে চলেছে।”
advertisement
advertisement
জেলার আরোও দুই আলু চাষি বিজয় মন্ডল ও অসীম চৌধুরী জানান, “বর্তমান সময়ে কৃষকদের বেশ কয়েকটি সমস্যায় পড়তে হচ্ছে। পর্যাপ্ত শ্রমিক না থাকায় দ্রুত জমি থেকে আলু তোলা সম্ভব হচ্ছে না। তাই আলু হিমঘর পর্যন্ত আলু পৌঁছতে সময় লাগছে কিছুটা বেশি। এছাড়া আবহাওয়ার খামখেয়ালিতে আলু চাষে ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছেন বহু কৃষক। তাইতো যত দ্রুত সম্ভব সমস্ত আলু হিমঘরে ঢোকালে কিছুটা চিন্তা মুক্ত হতে পারবেন বহু কৃষক। বর্তমানে তাই আশায় বুক বেঁধে নীরবে দ্রুত আলু তোলার কাজ করে চেলেছেন বেশিরভাগ কৃষক।”
advertisement
এখনোও পর্যন্ত আলুর যা দাম রয়েছে। সেই দাম অব্যাহত থাকলে কৃষকদের মুনাফা হবে এটুকু নিশ্চিত। যদি আবহাওয়ার খামখালিতে আলু ক্ষতিগ্রস্ত হয়। তবে অনেকটাই বিপদে পড়তে পারেন বহু কৃষক। বর্তমান সময়ে তাই অনেকটাই দুশ্চিন্তার মাঝে রয়েছেন জেলার বহু আলু চাষিরা।
Sarthak Pandit
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2025 8:10 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Potato Harvesting: শেষ হয়নি আলু তোলার কাজ! আবহাওয়ার খামখেয়ালিতে চিন্তায় বহু কৃষক









